ব্যাঙ্কে টাকা না থাকলেও এবার থেকে Gpay, PhonePe-তে পেমেন্ট করতে পারবেন, কীভাবে? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অগাস্ট মাস থেকে UPI ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। এতদিন কেবল দোকানে পেমেন্টের ক্ষেত্রেই ক্রেডিট লাইন ব্যবহার করা যেত। এবার থেকে আপনার ব্যাংকের পূর্ব‑অনুমোদিত ক্রেডিট লাইন সরাসরি UPI‑র সঙ্গে লিঙ্ক করা যাবে।

এর ফলে –

  • নগদ টাকা তোলা যাবে
  • কাউকে টাকা পাঠানো যাবে
  • ছোট-বড় দোকানে পেমেন্ট করা যাবে
  • ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে সব ব্যাংক এই সুবিধা চালু করবে। এরপর Paytm, PhonePe, Google Pay-এর মতো UPI অ্যাপ থেকে সরাসরি আপনার ঋণ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

ক্রেডিট লাইন কী?
এটি এক ধরনের ওভারড্রাফ্ট সুবিধা, যা আপনার আয় ও ক্রেডিট স্কোর দেখে ব্যাংক অনুমোদন করে। এবার সেটি UPI-তে লিঙ্ক করেই সহজে খরচ করা যাবে।

এবার কতবার ব্যালেন্স চেক করতে পারবেন 
এবার থেকে ব্যবহারকারীরা UPI অ্যাপে প্রতিদিন ৫০টি পর্যন্ত ব্যালেন্স চেক করতে পারবেন। সুতরাং, আপনি যদি PhonePe, Google Pay, Paytm, বা অন্যান্য অ্যাপ ব্যবহার করেন, তাহলে ৫০ বার ব্যালেন্স চেকের সুযোগ পাবেন।

আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক

আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন