ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ, কেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বৃহস্পতিবার কর্মব্যস্ত দিনে মানুষ যখন কাজের জন্য বেরিয়েছে তখনি  লোকালের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। এর জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ব্যান্ডেল স্টেশনে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনে মাঝে ৩৭৮২৪ ডা়উন (হাওড়াগামী) বর্ধমান (মেন) লোকালের বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এর পরেই  ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

 

 

পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে পড়ে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন (হাওড়াগামী) ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন। ফলে সকালের ব্যস্ত সময়ে ভিড় বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন:- জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন

যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পাঁয়ে হেঁটে রওনা হয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছে রেলের ‘ইনস্পেকশন কার’। স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হচ্ছে, ফের ট্রেন চলাচল শুরু হতে অনেক সময় লাগবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়েছে।

বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বিপত্তি বাঁধে। জানা গিয়েছে, এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের কাছে হাওড়াগামী (ডাউন) বর্ধমান মেন লোকালের প্যান্টোগ্রাফ ভেঙেছে। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে যাচ্ছে রেলের ইনস্পেকশন কার। ওই লাইনের প্রতিটি স্টেশনে ভিড়ে থিকথিক করছে। ঘোষণা করা হচ্ছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে বেশকিছুটা সময় লাগবে।

কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়।  মাঝপথে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। যার ফলে চরম ভোগান্তির শিকার ব্যান্ডেল লাইনের যাত্রীরা। কেউ কেউ গঙ্গাপার করে নৈহাটি হয়ে কলকাতায় পৌঁছনোর চেষ্টা করছেন। অনেকে আবার সড়কপথেও গন্তব্যে  পৌঁছনোর চেষ্টা শুরু করছেন।

আরও পড়ুন:- পঞ্চায়েত বিকেন্দ্রীকরণে দেশের সেরা মমতা’র বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- জন বার্লা-সহ বাংলার 32 বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের, রইলো তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন