Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ব্যবসা করেই হলো না ব্যাবসায় লাভও দরকার। কিন্তু বিভিন্ন সময় ব্যাবসায় বিক্রি হয় কিন্তু লাভের মুখ দেখতে পাওয়া যায় না তেমন।যার ফলে তার প্রভাব ব্যাবসায়ী ও তার ব্যাবসার উপর পরে। আর তাই ব্যবসা যদি ঠিক মতো না চলে তা হলে তা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর তাই ব্যবসায় উন্নতি করতে নানা উপায় করে থাকে ব্যাবসায়ীরা। আর সেই উপায়গুলিতে কখনও সফল হয় , আবার কখনও ব্যর্থও হয়। তবে ব্যবসায় উন্নতি ও লাভের মুখ দেখার জন্য বিশেষ কিছু নিয়ম আছে যা মানলে ব্যাবসায় লাভের মুখ দেখা সম্বভ। তবে চলুন নিয়ম গুলি দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- বছরের শেষে বুধের মকর রাশিতে প্রবেশ সমস্যা বাড়াচ্ছে ৫ রাশির মানুষের জীবনে
এই মাসের যে কোনও দিন যদি এই বিশেষ কাজ আমরা করতে পারি, তা হলে ব্যবসায় অবশ্যই উন্নতি ও লাভ করা সম্বভ। তবে এই নিয়মটি সঠিক ভাবে না করলে উপযুক্ত ফল পাওয়া যায় না। তাই সঠিক ভাবে এই নিয়মটি করতে হবে।
এই উপায়টি পৌষ মাসের যে কোনও দিন করা যেতে পারে। তবে এতে বেশি ভাল ফল পাওয়া যাবে যদি পৌষ মাসের যে কোনও বৃহস্পতিবার এই নিয়মটি করা যায়। এই কাজটি করতে লাগবে একটা শুকনো হলুদের গাঁট। এই পৌষ মাসের যে কোনও বৃহস্পতিবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের বাড়িতে ঠাকুরের স্থানে বসতে হবে।
তার পর ভগবান বিষ্ণুর ছবি বা বৃহস্পতি যিনি দেবতা তাঁর ছবির সামনে ঘিয়ের প্রদীপ, ধূপ ও ধুনো জ্বালতে হবে। এই সময় দেবতাকে বেসনের লাড্ডু ভোগ দিতে হবে। হলুদের গাঁটটি ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করবেন। তার পরের দিন ওই হলুদের গাঁটটি কোনো হলুদ বা সাদা সুতোয় বেঁধে নিজের হাতে পরতে হবে।
এই সহজ উপায়টি সঠিক ভাবে করতে পারলে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে এবং ব্যাবসায় লাভের মুখও দেখতে পাবেন। এই হলুদের গাঁট হাতে পরার অর্থ বৃহস্পতির জন্য পোখরাজ রত্নের সমান ফল পাওয়া। এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। আপনাদের জানিয়ে রাখি শাস্ত্র মতে , হলুদকে কাঁচা সোনা বলা হয়ে থাকে। এমনকি এই হলুদের স্বাস্থ্যে গুনও মারাত্মক।
আরো পড়ুন :- ঘুমের সময়ের এই কয়টি অভ্যেস তৈরি করছে বাস্তুদোষ, জানুন কি করা উচিত
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)