ব্যালেন্স চেক, অটো পেমেন্ট, চার্জ ব্যাক ! ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে Phonpe-র নিয়ম

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : যারা প্রতিদিন ইউপিআই ব্যবহার করেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। কারণ আগামী ১ আগস্ট থেকে ভারতের ইউপিআই ব্যবস্থায় আসতে চলেছে নতুন নিয়ম (UPI Rules)। আর এই নতুন নিয়মগুলি ঘোষণা করেছে এনপিসিআই নিজেই, যারা দেশের ইউপিআই সিস্টেমকে চালিত করে।

আর এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো ডিজিটাল লেনদেনকে আরো স্বচ্ছ করে তোলা, নিরাপদ এবং ঝঞ্ঝাটমুক্ত করে তোলা। কিন্তু হ্যাঁ, নিয়মগুলো শুনতে যতই টেকনিক্যাল লাগুক না কেন, এগুলোর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের উপরেই। তো চলুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে। 

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

দিনে ৫০ বার ব্যালেন্স চেক

আগে ইচ্ছামতো ব্যালেন্স চেক করা যেত। এখন ইউপিআই থেকে মাত্র দিনে ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। কারণ বারবার ব্যালেন্স চেক করায় সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং লেনদেন তুলনামূলকভাবে ধীর গতি হয়ে যায়।

দিনে ২৫ বার অ্যাকাউন্ট চেক

মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট কতগুলি রয়েছে, তা দিনে এবার থেকে ২৫ বার দেখা যাবে। আগে এর কোনো লিমিট ছিল না। এতে সিস্টেমের উপর অপ্রয়োজনীয় চাপ কমবে এবং প্রতারণার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে।

অটো পেমেন্টের টাইম

নেটফ্লিক্স, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো পেমেন্ট সিস্টেমের অটো-পে ট্রানজেকশন এখন মাত্র তিনটি নির্দিষ্ট সময়েই হবে। প্রথমত সকাল দশটার আগে, দ্বিতীয়ত দুপুর একটা থেকে বিকেল পাঁচটা এবং সবশেষে রাত সাড়ে নয়টার পর।

ব্যর্থ লেনদেনের স্ট্যাটাস চেক 

কোনো লেনদেন যদি ব্যর্থ হয় বা ফেল হয়, তাহলে এখন আপনি মাত্র তিনবার স্ট্যাটাস চেক করতে পারবেন। তাও প্রতিবারের মাঝে অন্তত ৯০ সেকেন্ড ব্যবধান রাখতে হবে।

পেমেন্টের আগে ব্যাংকের নাম 

৩০ জুন থেকেই কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, পেমেন্ট করার আগে রিসিভারের ব্যাংকে যে নাম দেওয়া রয়েছে, সেই নাম ফুটে উঠবে। ফলে ভুল একাউন্টে টাকা পাঠানোর ঝুঁকি অনেকটাই কমবে।

চার্জ ব্যাক 

এখন থেকে আপনি মাত্র দশ বার পর্যন্ত টাকা ফেরত পাঠানোর অনুরোধ করতে পারবেন এবং একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৫ বার করা হয়েছে।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন