Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্রহ্মপুত্রের উপর বাঁধ নির্মাণের কারণে ভারত ও বাংলাদেশের উপর কোনও প্রভাব পড়বে না। এমনটাই দাবি করল চিন। ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চিন। এতে ৫টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে তিব্বতে এই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের গতি দ্বিগুণ করেছে বেজিং।
চিনের এই প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর। তবে একথা নস্যাৎ করে দেয় চিন।
বুধবার তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ নির্মাণের সমর্থন করেছে চিন। বলেছে, ভারত ও বাংলাদেশের মতো নিম্ন তীরবর্তী দেশগুলিতে এর প্রভাব পড়বে না। জানা গেছে, ভারত চিনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের উপর কড়া নজর রাখছে।
চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং শনিবার অরুণাচল প্রদেশ সেক্টরে LAC-র কাছে অবস্থিত নিয়িংচি শহরে ব্রহ্মপুত্র নদীর নিম্নাঞ্চলে, যা স্থানীয়ভাবে ইয়ারলুং জাংবো নামে পরিচিত, বাঁধ নির্মাণের কাজ শুরুর ঘোষণা করেছে।
বাঁধ নিয়ে ভারত ও বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রকল্পটি “নীচু অঞ্চলগুলিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।” তবে,বাঁধটির সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়ে ভারতে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সম্প্রতি এটিকে একটি “জল বোমা” বলে অভিহিত করেছেন। এটি সামরিক হুমকি ছাড়া অন্য যেকোনও কিছুর চেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেছেন।
৮ জুলাই পিটিআই ভিডিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে খান্ডু বলেন, ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্পটি গুরুতর উদ্বেগের বিষয় কারণ চিন আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, যা তাদেরকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে বাধ্য করতে পারত।
তিনি আরও বলেন, “বিষয়টি হল চিনকে বিশ্বাস করা যায় না। কেউ জানে না তারা কী করতে পারে।” এই বাঁধ থেকে প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যা ৩০ কোটিরও বেশি মানুষের বার্ষিক চাহিদা মেটাতে যথেষ্ট।
ভারতে উদ্বেগ দেখা দিয়েছে কারণ এই বাঁধটি চিনকে জলপ্রবাহ নিয়ন্ত্রণে ক্ষমতা দেওয়ার পাশাপাশি, এর আকার এবং পরিধি বেজিংকে প্রচুর পরিমাণে জল ছাড়তে সক্ষম করতে পারে। যার ফলে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলি প্লাবিত হতে পারে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:- এখন থেকে ভিসা ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে ৫৯ টি দেশে, তালিকাত কোন কোন দেশ ? দেখে নিন
আরও পড়ুন:- বড় উদ্যোগ কেন্দ্রের। ১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনা পাবেন ৪০ হাজার টাকারও কমে।