ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার যাদবপুরের প্রাক্তনী !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ব্রাত্য বসু (Bratya Basu)-র গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হল যাদবপুরের প্রাক্তনীকে। বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) নামতেই গবেষক হিন্দোল মজুমদারকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি দিল্লি পুলিশের হেপাজতে রয়েছেন এবং ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় আনার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

চলতি বছরের ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। গাড়ি আটকাতে গিয়ে গাড়ির ধাক্কায় রক্তাক্ত হন বামপন্থী পড়ুয়া। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

পুলিশ সূত্রে দাবি, সেদিন ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতে যোগ রয়েছে ধৃত হিন্দোলের। অভিযোগ, কলকাতা থেকে সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উসকানি দেওয়ার পাশাপাশি হামলার ছক তৈরি করেন ওই প্রাক্তনী। গবেষকের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ এফআইআর দায়ের করে। স্পেনে গবেষণার কাজে যুক্ত হিন্দোল। স্পেন থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে নামতে তাঁকে ধরা হয়। পুলিশ সূত্রে দাবি, বারবার তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এরপর লুকআউট নোটিশ জারি হয়। গতকাল স্পেন (Spain) থেকে ফিরতেই ধরা হয় তাঁকে। ধৃতকে পাটিয়ালা হাউস কোর্টে ট্রানজিট রিমান্ডে পেশ করে কলকাতায় আনছে পুলিশ।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন