Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ব্রিগেডের প্রস্তুতি নিচ্ছে বিজেপি ! আগামী মার্চ মাসে কলকাতার ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে সমাবেশ ডাকতে পারে বঙ্গ বিজেপি। আর সেই ঐতিহাসিক ব্রিগেডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সুত্রে খবর , মার্চ মাসের ১ম বা মাঝের দিকে ব্রিগেডে সমাবেশ হতে পারে। সূত্র মারফত খবর অনুযায়ী, রাজ্যে বিজেপির পরিবর্তন রথযাত্রার সমাপ্তি সেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশ দিয়ে হতে পারে।
উলেখ্য নরেন্দ্র মোদীকে ব্রিগেডে সমাবেশে উপস্থিত থাকার জন্য রাজ্য বিজেপির তরফ থেকে আবেদন পাঠানো হয়েছে। আর কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন পেলে বঙ্গ বিজেপি মার্চে ব্রিগেড সমাবেশের জন্য প্রস্তুতি নেবে। আগামী ৭ তারিখে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন। সেই দিন তিনি হলদিয়াতে একটি বিশেষ সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। আর সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে রাখা হয়েছে। তবে পরে একটি ছোট সভা হতে পারে।
আরো পড়ুন :- ঝাঁপ বন্ধ করল পদ্ম শিবির ! শুদ্ধিকরণের পথে বিজেপি
উলেখ্য বিধানসভা ভোটের আবহে দফায় দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে আসতে থাকবেন। আগামী ৬ই ফেব্রুয়ারিই বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই দিন তিনি নৱদ্বীপ থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন। আর ১১ তারিখ অমিত শাহও রাজ্যে আসছেন। তিনি কোচবিহার থেকে পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন।
Highlights
1. ব্রিগেডের প্রস্তুতি নিচ্ছে বিজেপি !
2. ১১ তারিখ অমিত শাহও রাজ্যে আসছেন
#BJP #TMC