‘ব্রিগেডে যাবেন, ভোট দেবেন বিজেপিকে’ ! সিপিএমকে তীব্র কটাক্ষ কুণালের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সিপিএমের ব্রিগেডে যাঁরা যাবেন, তাঁরা ভোট দেবেন বিজেপিকেই।’ এমনটাই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)। আগামী ২০ এপ্রিল ব্রিগেডের ডাক দিয়েছে সিপিএম (CPM Brigade)। যা নিয়ে ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মাঝে ব্রিগেডের আয়োজন নিয়ে সিপিএমকে তীব্র আক্রমণ শানালেন কুণাল। এনিয়ে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

বুধবার এক্স হ্যান্ডেলের একটি পোস্টে কুণাল লেখেন, ‘জেনে রাখুন, সিপিএমের ব্রিগেডে যাঁরা যাবেন, তাঁরা বিজেপিকে ভোট দেবেন। মুখে শুধু বাতেলা। ওটা লোকদেখানো। ৯৯ শতাংশ কমরেড এখন রামরেড। সিপিএমের মিছিলে যাচ্ছেন দেখলেই বুঝবেন বিজেপির ভোটার। ভোটের অঙ্ক সেকথাই বলছে। আবার মিলিয়ে নেবেন।’

শুধু তাই নয়, এর আগেও এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তৃণমূল নেতা লিখেছিলেন, ‘সিপিএম নাকি ব্রিগেড ডেকেছে। যে কজন যাবেন, লাল পতাকা হাতে হাঁটবেন, যাঁদের ছবি দেখিয়ে কদিন ফেসবুকে হাঁকডাক করবেন ওঁরা, তাঁদের অধিকাংশই তো ব্রিগেড থেকে ফিরে ভোটের সময় বিজেপিকে ভোট দেবেন। সেই কারণেই তো সিপিএমের ভোট ৫ শতাংশে নেমেছে, আর বিজেপি সেটার সুবিধা নিয়েছে। ব্রিগেডে সিপিএমের সভা মানে বকলমে বিজেপির ভোটারদের পিকনিক। ব্রিগেডের মঞ্চের লম্ফঝম্প আর ভোটের শতাংশ তো আগেও মেলেনি। আবার ২০ তারিখের নাটক। সিপিএমের সভায় ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। মাঝখানে শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় বাতেলাবাজির প্রচার।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন