Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে সম্পর্ক মানে ওঠানামা চলতে থাকে। কখন প্রেমে পড়া বা কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সবই ভাগ্যের পরিণতি। কোন প্রেম শুরু হতে যতটা সময় লাগে সেটা নষ্ট হতে ততটা সময় লাগে না। সেটা ভাঙ্গার পরে যাদের হৃদয় ভেঙ্গে টুকরো হয়ে যায় , আবার কারও মনে প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে।
তবে ব্রেকআপের পরে প্রাক্তন সঙ্গীর প্রতি কোন হিংসা না রেখেও জীবনে এগিয়ে যাওয়া সম্ভব।
১. প্রেম কেটে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে অন্য প্রেমে নিজেকে মানিয়ে নেওয়া সঠিক নয়। নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজেকে বুঝুন।
২. এই সময়টাই আপনার ক্যারিয়ারকে বিকশিত করার ভালো সময় হতে পারে। এটি এমন একটি সময় আপনার আর কোনো পিছুটান নেই। নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।
৩. বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে ভালো সময় কাটান ও পড়াশোনা এবং কাজের প্রতি ধ্যান দিন।
৪. প্রাক্তন সঙ্গীর এর সম্পর্কে তার সমস্ত দোষ তার পরিচিত মহলে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
৫. প্রাক্তন সঙ্গীর সঙ্গে আপনার যত রকম সম্পর্ক ছিল সেই সমস্ত সম্পর্কের উৎস সরিয়ে দিন। সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিন এবং ফোন থেকে তার কন্টাক্ট নাম্বার মুছে দিন।
৬. কাকে কতটা পাত্তা দেবেন সেটা আপনিই ঠিক করুন। অনেকেই থাকে যারা খুঁচিয়ে ঘা করতে ভালোবাসে।
আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ৫টি ভুল
আপনার সামনেই ইচ্ছে করে আপনার সঙ্গীর ব্যাপারে বলবে। তাই এদের থেকে দূরে থাকুন। নিজের ভালো বুঝুন।
এই সংক্রান্ত আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
বিশেষ বিজ্ঞপ্তি :- সবার কাছে অনুরোধ , সবাই মাস্ক ব্যবহার করুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।