ব্রেকিং নিউজ : ATM মেশিন থেকে তোলা যাবে COIN, জানুন কোথায় মিলবে এই পরিষেবা?

By Bangla News Dunia Dinesh

Published on:

coin

Bangla News Dunia , আবির:- ATM মেশিন থেকে এবার বেরোবে কয়েন ও বুধবার RBI MPC বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয়  ATM মেশিনে এতদিন শুধুমাত্র নগদ টাকা তোলা যেত । সংযোজন হল কয়েনের এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস টানা ষষ্ঠ বারের জন্য রেপোরেট বৃদ্ধির ঘোষণা করেন । সঙ্গে QR ভিত্তিক মেশিন একটি পাইলট প্রকল্প চালু করার ঘোষণা করেন । UPI এর মাধ্যমে কয়েন বের হবে। তিনি বলেন রিজার্ভ ব্যাংক প্রাথমিক পর্যায়ে দেশের 12-টি শহরে এটি শুরু করতে চলেছে।

আরো পড়ুন :- BREAKING: লক্ষ্মীর ভাণ্ডার: চালু হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি

কোন শহরগুলিতে তা এখনো প্রকাশ করা হয়নি এই QR কোড ভিত্তিক ভেন্ডিং মেশিনগুলি UPI এর মাধ্যমে ব্যবহার করা হবে তারা নোটের পরিবর্তে কয়েন বিতরণ করবে। তবে এই পাইলট প্রকল্পের জন্য কোন 12-টি শহরকে বেছে নেওয়া হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

-ব্যাংক একাউন্ট থেকে টাকা ডেবিট করা হবে- এই কয়েন ভেন্ডিং মেশিনগুলি থেকে যে কোন গ্রাহক তার UPI অ্যাপের মাধ্যমে মেশিনের উপর কিউআর কোড স্ক্যান করে কয়েন তুলতে পারবেন। গ্রাহক যে পরিমাণ কয়েন তুলবেন সেই পরিমাণ অর্থ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে। সহজ খুব সহজ প্রক্রিয়ায় মাধ্যমে আপনি যেভাবে এটিএম এ গিয়ে আপনার ডেবিট কার্ডের মাধ্যমে নোট তুলতে পারবেন একইভাবে আপনি ওই মেশিন থেকে কিউআর কোড স্ক্যান করে কয়েনও তুলতে পারবেন। বারোটি শহরে শুরু হতে চলেছে এই পাইলট প্রকল্প ‌। পরে সাফল্যের ভিত্তিতে এটি সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস মহাশয়।

আরো পড়ুন :- লক্ষ্য ২০২৪, বিশেষ ঘোষণা নীতীশের ! কটাক্ষ বিজেপির

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন