ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রাক্তন প্রেমিকাকে ৩০০টি অনলাইন ডেলিভারি পাঠিয়ে চরম হেনস্থা প্রেমিকের। ঘটনাটি নদিয়ার এক ২৫ বছর বয়সী যুবকের। তাঁর প্রাক্তন প্রেমিকা পেশায় কলকাতায় এক ব্যাঙ্কের এক্সিকিউটিভ। চার মাসের ব্যবধানে প্রায় ৩০০টি ক্যাশ-অন-ডেলিভারি (COD) পাঠিয়ে হয়রানির অভিযোগে গ্রেফতার হয় যুবক। অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো বড় প্ল্যাটফর্মগুলি তাঁর ই-কমার্স অ্যাকাউন্টগুলি ব্লক করে দেয়।

​সীমাহীন সিওডি পার্সেল পেয়ে ক্রমাগত হয়রানির শিকার হওয়ার পর ওই মহিলাটি গত মার্চে বিধাননগর পুলিশ কমিশনারেটের লেক টাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে, লেক টাউন থানা অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তদন্ত চালিয়ে পুলিশ একজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন

জিজ্ঞাসাবাদের পরে জানা যায় মহিলার প্রাক্তন প্রেমিক প্রতি মাসে এত অর্ডার করছিলেন। এর পরে, লেক টাউন থানা তাকে গ্রেফতার করে। অভিযুক্ত সুমন সিকদার স্বীকার করেছেন যে, সাম্প্রতিক বিচ্ছেদের পর প্রতিশোধ হিসেবে তিনি অনলাইনে অর্ডার ডেলিভারি বুক করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার করা অভিযুক্ত সুমন সিকদার পুলিশের কাছে দাবি করেছে প্রাক্তন বান্ধবী অনলাইন শপিংয়ের প্রতি উন্মাদ ছিল। প্রায়শই তাকে উপহার দেওয়ার জন্য অনুরোধ করত, যা সে আর্থিকভাবে অক্ষম ছিল। এই দাবি পূরণ করতে অক্ষম বলে বিশ্বাস করে তাদের সম্পর্ক ভেঙে যায়, এর পরে, সুমন সিকদার বাড়িতে পার্সেল অর্ডার করতে থাকে।

পুলিশ সূত্রে দাবি, তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই ২০২৪ সালের নভেম্বরে নানাভাবে হয়রানি শুরু হয়। লেক টাউন এলাকায় বসবাসকারী ওই মহিলার কাছে দামি গ্যাজেট, পোশাক এবং অন্যান্য জিনিসপত্র ভর্তি প্যাকেজ আসে।

তাকে লেক টাউন থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য করা হয়। যার ফলে তদন্ত শুরু হয়। শেষ পর্যন্ত সিকদারকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন