Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অবশেষে রণক্ষেত্র ভবানীপুরে উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা। লড়াকু বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পশ্চিবঙ্গে বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপির হয়ে মামলা লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
ভবানীপুরে বিজেপি-র প্রার্থী নিয়ে কয়েকদিন ধরেই বেশ টানাপোড়েন চলছিল। একাধিক মিটিংও হয়েছে। একাধিক নাম উঠে এসেছে জল্পনায়। অবশেষে ঘোষণা করল বিজেপি। ওদিকে শুক্রবারই মনোনয়ন জমা দিচ্ছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন। তিনি মিটিং করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।
অন্যদিকে বাকি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থীও ঘোষণা হয়েছে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। এছাড়া সামশেরগঞ্জে প্রার্থী মিলন ঘোষ ও জঙ্গিপুরে প্রার্থী সুজিত দাস। মমতার প্রতিপক্ষ প্রিয়াঙ্কার আরও একটি পরিচয় হল দুঁদে আইনজীবী। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স নিয়ে পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে উচ্চশিক্ষায় যোগ দেন। তিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট মামলা লড়েন তিনি। বর্তমানে ভোট পরবর্তী হিংসার মামলাগুলির বিজেপির হয়ে লড়ছেন।
একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু তৃণমূল প্রার্থী হেভিওয়েট শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে প্রায় ৩০ হাজার ভোটে পরাজিত হন রুদ্রনীল। অন্য দিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে ভবানীপুরে লড়ছেন। শোভনদেব বাবু বিধায়ক পদে ইস্তফা দেন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল