ভয়ঙ্কর! নিজের ৫ বছরের শিশুকে খুন করে বয়ফ্রেন্ডের সাথে চলল উদ্দাম মদ-যৌনতা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিজের ৫ বছরের কন্যাসন্তানকে খুন করে প্রেমিকের সঙ্গে মাদক সেবন ও মৃতদেহের পাশে যৌন সম্পর্কে মত্ত হল মা। পুলিশ জানিয়েছে, এই অপরাধটি হয় রবিবার। এবং বুধবার তা প্রকাশ্যে আসে। অভিযুক্ত রোশনি ও তার প্রেমিক উদিত দীর্ঘদিন ধরেই সম্পর্কের মধ্যে ছিল। রোশনি আট বছর ধরে বিবাহিত ছিল এবং তার স্বামী শাহরুখের সঙ্গে উদিতের বন্ধুত্বও ছিল। তদন্তে জানা গেছে, স্বামীকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে উদিতের সঙ্গে একসঙ্গে থাকার জন্যই এই ভয়ঙ্কর পরিকল্পনা করে রোশনি।

পুলিশ জানিয়েছে, রবিবার শাহরুখের অনুপস্থিতিতে উদিত রোশনির বাড়িতে যায়। সঙ্গে ছিল খাবার, সিগারেট, মদ। কিছুক্ষণের মধ্যেই তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ৫ বছরের সাইনা। এরপরই রোশনি ও উদিত মিলে শিশুটির মুখে রুমাল চেপে ধরে এবং উদিত তার পেটে পা দিয়ে চাপ দেয়। তাতেই শ্বাসরোধ হয়ে সাইনাকে খুন করা হয়।

তদন্তে উঠে এসেছে, খুনের পর দুজন স্নান করে মাদক সেবন করে, মদ খায় এবং মৃতদেহের পাশে যৌন সম্পর্ক স্থাপন করে। এমনকি রাতের খাবার খেয়ে ঘুমিয়েও পড়ে তারা।

পরদিন রোশনি পুলিশকে ফোন করে অভিযোগ করেন যে তার স্বামী শাহরুখ বাইরে থেকে এসে মেয়েকে খুন করেছে। কিন্তু প্রাথমিক তদন্তেই ধরা পড়ে, শাহরুখ সম্প্রতি অস্ত্রোপচারের পর হাঁটতেও পারছিলেন না এবং সিসিটিভি ফুটেজে তাকে দু দিন ধরেই বাড়ির বাইরে দেখা গিয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধরা পড়ে আসল ঘটনা। অভিযুক্ত রোশনি স্বীকার করে যে উদিতের সঙ্গে মিলে সে নিজের মেয়েকে খুন করেছে। এপ্রিল থেকেই তারা এই পরিকল্পনা করছিল। মৃতদেহের পাশে যৌন সম্পর্কের মতো কাজের পর গ্রেফতার দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে।
মৃত সাইনার বাবা শাহরুখ বলেন, ‘আমার মেয়ে আমাকে খুব ভালবাসত। উদিতকে ‘উদিত চাচু’ বলত। সে-ই আজ তাকে খুন করেছে।’

আরও পড়ুন:- মায়ের কোন কোন গুণ ছেলেদের মধ্যে দেখা যায় ? জেনে রাখুন

আরও পড়ুন:- আজ থেকে রেলে তত্‍কাল বুকিংয়ে নয়া নিয়ম শুরু, পুরো প্রক্রিয়া জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন