ভয়াবহ গরমে নাজেহাল অবস্থা ! কি করে নিজের ঘর ঠান্ডা রাখবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ভয়াবহ গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। রোদ থেকে বাড়ি ফিরলেও যেন একদম আরাম নেই। রাতে শুতে গিয়ে কি অবস্থা ! বিছানা যেন আগুন। ইলেকট্রিক বিলের কথা ভেবে সব সময় এসি চালানো যায় না ! তাহলে কি উপায় ? বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে ঘরকে শীতল বানানো যায় খুব সহজেই। শুধু একটু দরকার রুমের মেকওভার ! কীভাবে করবেন দেখুন ?

১. আপনি প্রথমে বদলে ফেলুন আপনার ঘরের জানালার পর্দা। হালকা পর্দার পরিবর্তে গরমের সময় ব্যবহার করুন ভারী পর্দা। আর সেই পর্দার রং বাছুন গাঢ়। চেষ্টা করুন দিনের বেলা সারাক্ষণ জানলার পর্দা টেনে রাখতে। তবে একেবারে অন্ধকার যাতে না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখুন।

২. বাড়ির বিছানায় পাতুন হালকা রঙের চাদর। এতে আপনার ঘর ঠান্ডা থাকবে। চেষ্টা করুন বালিশের কভার, চাদর, সব সাদা বা অফ হোয়াইট রঙের করতে।

diana collage

৩. এক্ষেত্রে ক্ষেত্রে বাড়িতে অ্যালোভেরা, মানি প্ল্যান্ট গাছকে প্রাধান্য দিন। এই দুই গাছ ঘরের উত্তাপ শুষে নিতে দারুণ কাজ করে। ঘরে একটা ঠান্ডা আমেজ থাকে। সেই গাছে অবশ্যই একদিন বাদে একদিন জল দিন।

৪. আপনার ঘরের রং বাছুন হালকা। এই ব্যাপারে সাদা রংকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন। ব্যবহার করতে পারেন হালকা গোলাপি রং ও।

৫. রাতের বেলা হালকা আলো জ্বালান। এতে ঘর অনেক ঠান্ডা থাকবে। যদি পারেন কিছুটা সময় লাইট অফ রেখে ঘরকে একেবারে অন্ধকার রাখুন।

৬. ঘরের মধ্যে ফুলদানিতে রাখুন হলুদ রঙের ফুল। এতে ঘরকে খুব ফ্রেশ দেখাবে। বিকেল হলে কিছুক্ষণের জন্য জানলা খুলে দিন। হাওয়া খেলতে দিন ঘরের ভিতর।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন