Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছুটির দিন সকালে ভয়াবহ দুর্ঘটনা ! মন্দির দর্শনে বেড়িয়ে রাজস্থানের জয়পুরে গাড়ির সঙ্গে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের 5 জনের ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটে মনোহরপুর-দৌসা জাতীয় সড়কের উপর নেকাওয়ালা টোল প্লাজার কাছে ৷ মৃতদের মধ্য়ে এক শিশু ও দুই মহিলাও রয়েছে ৷ জানা গিয়েছে, শিশুটির বয়স এক বছর ৷
এদিন সকালে খাতু শ্যাম মন্দির দর্শন করতে যায় দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি ৷ সেই সময়, জাতীয় সড়কে সামনে থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ দুর্ঘটনার তীব্রতা অত্যাধিক হওয়ায় রীতিমতো দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে ৷ এরপর বহু চেষ্টা করে গাড়ির ভিতর থেকে দেহগুলিকে বের করে আনা হয় ৷ ভয়াবহ এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ যান চলাচল ব্যহত হয় ৷
উল্লেখ্য, শনিবার বিকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয় চরভূজা ভাতেওয়ার 162 নম্বর জাতীয় সড়কের কেলওয়ারা বাইপাসে ৷ আহত 6 জন ৷ দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, পিকআপ ভ্য়ানের ধাক্কায় বাইক আরোহী যুবক 8 থেকে 10 ফুট বাতাসে লাফিয়ে রাস্তায় এসে পড়েন ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ অন্যদিকে, বাইকে থাকা আরও এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদয়পুর হাসপাতালে পাঠানো হয় ৷ আর পিকআপ ভ্যানে থাকা আহত 5 জনকে কেলোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
ঘটনাপ্রসঙ্গে কেলোয়ারা থানার ইনচার্জ বিশাল গাওয়ারি জানান, বাইকটি জাতীয় সড়কের তালাদ্রি ক্রসিংয়ের দিকে যাচ্ছিল ৷ সেই সময়, উদয়পুর থেকে মাজেরার দিকে যাওয়া পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মাড়ে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের ৷ মৃত যুবকের নাম শিবলাল (30) ৷ তিনি ভিলওয়ারার গুণ্ডির বাসিন্দা ৷ আহত যুবকের নাম পুররাম ৷ তিনি তালাদ্রির বাসিন্দা ৷
আরও পড়ুন:- টালিগঞ্জ-দমদম মেট্রো পরিষেবা বন্ধের আশঙ্কা, কবে থেকে? জেনে নিন