ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বালোচিস্তান, মৃত অন্তত ১০

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ বিস্ফোরণে কেপে উঠল পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান প্রদেশের কোয়েটা। সূত্রের খবর, এই বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দুপুরে কোয়েটার জারঘুন রোডে ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তরের এক প্রান্তে বিস্ফোরণটি ঘটে। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বহুদুর পর্যন্ত এর আওয়াজ শোনা যায়, ভেঙে পড়ে আশেপাশের বহু বাড়ি ও ভবনের কাচ। বিস্ফোরণের পরে গুলির আওয়াজও শোনা যায়।

ঘটনা প্রসঙ্গে কোয়েটার স্পেশাল অপারেশনস বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) মহম্মদ বালোচ জনৈক পাক সংবাদমাধ্যমকে জানান, একটি বিস্ফোরক বোঝাই গাড়ি মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কোর সদর দপ্তরে যাওয়ার সময় এই বিস্ফোরণটি ঘটে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বালোচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মহম্মদ কাকার জানান, এই বিস্ফোরণে ১০ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনায় আহত হয়েছেন ৩২ জন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন