Bangla News Dunia, Pallab : রবিবার ফের কেঁপে উঠল তুরস্ক। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভয়াবহ ভূমিকম্প হয় তুরস্কের সিনদিরগি এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইজমির-সহ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (AFAD) জানিয়েছে, প্রথম কম্পনের কিছুক্ষণের মধ্যে ফের ভূমকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৬।
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
তুর্কি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, তুরস্কের বালিকেসির প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এখনও পর্যন্ত ২৯টি বিল্ডিং ভেঙে পড়ার খবর মিলেছে। তবে হতাহতের খবর মেলেনি। প্রশাসনির আধিকারিকরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। মন্ত্রী আলি ইয়রলিকায়া এক্স-এ লিখেছেন, ‘এএফএডি-র সব দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলি সঙ্গে সঙ্গে মাটিতে নেমে তল্লাশি শুরু করেছে। এখন পর্যন্ত কোনও অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি।’
তুরস্ক ভূতাত্ত্বিক ফল্টলাইনে থাকায় দেশটি অতীতে একাধিক বিধ্বংসী ভূমিকম্পের সাক্ষী। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রাচীন শহর অ্যান্টাকিয়ার এলাকা। চলতি বছরের জুলাইয়ের শুরুতে একই অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্পে এক জনের মৃত্যু হয় এবং আহত হন ৬৯ জন।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়