‘ভয় পাওয়ার কিছু নেই’, কমিশন সাসপেন্ড করলেও আধিকারিকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিধানসভা নির্বাচনের এখনও কিছু সময় বাকি। এদিকে ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইআরও (ERO) এবং দুই এইআরও (AERO)-কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে বুধবার ঝাড়গ্রামে সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর হুঁশিয়ারি, ‘ভোট এখনও আট মাস বাকি। এখন থেকেই অফিসারদের ভয় দেখাচ্ছো? ক্ষমতা দেখাচ্ছো? কার ক্ষমতা দিয়ে এই কাজ করছো? অমিত শা-র দালালি করছো?।’

আরও পড়ুন : WBSSC SLST ফর্ম Category Update শুরু, দেখুন সহজ উপায়

নির্বাচনকেন্দ্রিক প্রশাসনের কর্মীদের পাশে দাঁড়িয়ে মমতার বার্তা, ‘ভয় পাওয়ার কিছু নেই। ওরা কিছু করতে পারবে না। ওরা তো বসন্তের কোকিল- দু’মাসের জন্য আসে, আবার উড়ে যায়। আপনাদের প্রটেক্ট করার দায়িত্ব আমাদের।’ সরকারি কর্মী, অফিসারদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কর্মচারী থেকে অফিসার, সকলে নিশ্চিন্তে থাকবেন, আপনারা মানুষের কাজ করেন, তাই আপনাদের দেখা আমাদের কর্তব্য।’ জনসাধারণের উদ্দেশে রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য, ‘খেয়াল রাখবেন, যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।’ বিজেপি ও কমিশনকে একসূত্রে বেঁধে মমতার বক্তব্য, ‘বাংলার ভোটারদের নাম কাটতে দেব না।

জ্যান্ত বাঘের চেয়ে আহত বাঘ বড় ভয়ঙ্কর, আমাকে আহত করার চেষ্টা করবেন না!’ কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটার লিস্ট সংশোধনের নামে যদি বাংলার প্রকৃত ভোটারের নাম বাদ যায়, বাংলার ওপর অত্যাচার যদি চলতে থাকে, সারাবিশ্ব ঘুরে মুখোশ খুলে দেব।’

আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন