Bangla News Dunia, Pallab : একুশে জুলাইয়ের আগে মাত্র কয়েক ঘণ্টার জন্য বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে রয়েছে নানান সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান। মোদির অনুষ্ঠান স্থলে ছিল উপচে ভরা ভিড়। এদিনের এই সভা আগামি বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রের প্রস্তুতির মঞ্চ হয়ে উঠল। সভামঞ্চে দাঁড়িয়ে বাংলার বর্তমান শাসকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুধু মিঠুনই নন, শাসকদলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিজেপির অন্যান্য নেতারাও।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
এদিন বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, “ভয় পেয়েন না, বিজেপি পাশে আছে। আপনারা জবাব দেওয়ার জন্য তৈরি হোন। আপনাদের সঙ্গে আমিও আছি। বুক চিতিয়ে লড়ব। এবার মুখোমুখি লড়াই হবে।” এদিন তিনি পুলিশকে নিরপেক্ষ থাকার পরামর্শ দেন। পুলিশকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, “আমি পুলিশের প্রতি অনুরোধ করব, আপনারা নিরপেক্ষ থাকুন। বাকিটা বিজেপি কী করতে পারে, দেখুন।”
একুশে জুলাইয়ের আগে এদিনের মোদির সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। মিঠুনের এদিনের বক্তব্যে স্পষ্ট, ছাব্বিশের ভোটে প্রয়োজনে সরাসরি সংঘাতের পথে হাঁটবে পদ্মশিবির।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র