Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চায় সুন্দর সুখী জীবন যাপন করতে। আমরা সকলেই চাই আমাদের বাস্তু যেন দোষমুক্ত থাকে এবং তার জন্য আমরা কত কী-ই না করে থাকি। আমাদের বাস্তু যদি দোষমুক্ত থাকে, তাহলে দৈনন্দিন জীবনও চলবে সুখ – শান্তিতে। বাস্তু এবং ভাগ্যকে একই সঙ্গে নিজের হাতের রাখতে প্রয়োগ করুন সহজ কিছু টোটকা। তবে চলুন এই টোটকা গুলির সমন্ধে জেনে নেওয়া যাক —
আরো পড়ুন :- ঘুমের সময়ের এই কয়টি অভ্যেস তৈরি করছে বাস্তুদোষ, জানুন কি করা উচিত
১. ঘরে মাকড়সার ঝুল জমতে দেবেন না, মাঝে মাঝেই ঘর পরিষ্কার পরিছন্ন করুন , পরিষ্কার জাগায় মা লক্ষ্মী বাস করেন।
২. সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করুন সবার আগে ঘর বা বাড়ির পূর্ব দিকের দরজা বা জানলা খুলতে। অন্য দিকের দরজা বা জানলা পরে খুললেও চলবে। এটা করলে সকালে পূর্ব দিকের রোদ্দুর ঘরে ঢুকবে এবং যার ফলে ঘর শুভ শক্তিতে ভরে উঠবে। এছাড়া এর ফলে আর্থিক দিক থেকে উন্নতি অব্যাহত থাকবে।
৩. বাড়ির সদর দরজার পাশে কখনই ঝাঁটা রাখবেন না , এটা অত্যন্ত অশুভ। ঝাঁটা সর্বদা চেষ্টা করবেন বাড়ির পিছনের দিকে রাখার।
৪. বাড়িতে দুটো ঝাঁটা কখনও এক সঙ্গে রাখতে নেই, এতে পারবারিক অশান্তি সৃষ্টি হয়।
৫. গামছা বা তোয়ালে যে যেটা ব্যবহার করেন , তা ঘরের গোপন জায়গাতেই রাখুন, যেন কোনও বাইরের মানুষের চোখে সহজেই না পড়ে।
৬. বাড়িতে ঝাড়ু দেবার ঝাঁটা কখনো দক্ষিণ দিকে মুখ করে রাখতে নেই।
৭. ঘরে কোনো বন্ধ ঘড়ি রাখতে নেই, এটা প্রায় সকলেরই জানা। কিন্তু স্লো অর্থাৎ দেরিতে চলছে , এমন ঘড়িও ঘরে রাখতে নেই। এই কারণেই প্রচলিত আছে ঘড়ি একটু ফার্স্ট রাখতে হয়।
৮. অনেকেই বাড়িতে ক্যালেন্ডার টাঙান কিন্তু বাড়িতে বেশি পরিমানে ক্যালেন্ডার উচিত নয়। যদি একান্তই ক্যালেন্ডার টাঙান তাহলে খেয়াল রাখতে হবে ক্যালেন্ডার যেন বাতাসে খুব একটা না নড়ে। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।
আরো পড়ুন :- গ্রহের বিপজ্জনক অবস্থান, যার ফলে বছরের শেষটা বাজে যেতে পারে এই রাশির জাতকদের
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)