Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আইপিএলের জনক ললিত মোদির নয়া পাসপোর্ট বাতিল করল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর ৷ সে দেশের প্রধানমন্ত্রী জোথাম নাপাট প্রথম চেয়ারম্যান মোদির পাসপোর্ট খারিজ করেছেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ৷
এর আগে ললিত মোদি তাঁর ভারতীয় পাসপোর্ট সমর্পণের জন্য লন্ডনে ভারতীয় হাইকমিশনে আবেদন করেছিলেন। ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট সোমবার দেশের নাগরিকত্ব কমিশনকে মোদিকে দেওয়া পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেন ৷ সেক্ষেত্রে বলা হয়েছে, পলাতক হিসাবে চিহ্নিত ললিত মোদি তাঁর প্রত্যর্পণ এড়াতে চেষ্টা করছেন।
ভানুয়াতু প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক মিডিয়ায় সাম্প্রতিক প্রকাশের পর ললিত মোদিকে দেওয়া ভানুয়াতুর পাসপোর্ট বাতিল করতে আমি নাগরিকত্ব কমিশনকে নির্দেশ দিয়েছি।” একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতিতে লেখা হয়েছে, “আমাকে জানানো হয়েছে, ইন্টারপোল দু’বার ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ললিত মোদির উপর একটি সতর্কতামূলক নোটিশ জারি করার জন্য ৷”
আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন
বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে ভানুয়াতু পাসপোর্ট রাখা একটি বিশেষাধিকার এবং আবেদনকারীদের অবশ্যই বৈধ কারণে নাগরিকত্ব চাইতে হবে। স্পষ্ট ইঙ্গিত যে এই বৈধ কারণগুলি দেখিয়ে প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করা মোদির উদ্দেশ্য ছিল ৷” ভানুয়াতুর প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, কোনও দেশে প্রত্যার্পণ এড়াতে চেয়ে কেউ তাঁদের দেশের নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসেবে বিবেচিত হবে না ৷ জানা গিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন ললিত মোদি ৷
প্রসঙ্গত, প্রাক্তন আইপিএল প্রধান তাঁর কার্যকালের সময়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ললিত মোদির বিরুদ্ধে ৷ 2010 সালে দেশ ছাড়েন তিনি ৷ তারপর থেকে লন্ডনেই রয়েছেন ললিত মোদি ৷ গত 7 মার্চ, ললিত মোদি তাঁর ভারতীয় পাসপোর্ট সমর্পণের জন্য লন্ডনে ভারতীয় দূতাবাসে আবেদন জমা করেছিলেন ৷
আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন