‘ভারতকে এত টাকা কেন দেব?’ ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- কয়েকদিন আগেই মার্কিনমুলকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ভারতকে ২১ মিলিয়ন ডলার (২ কোটি ১০ লক্ষ ডলার) অনুদান বাতিল করল আমেরিকা। ট্রাম্পের প্রশ্ন, ‘ভারতকে আমরা এত টাকা কেন দিতে যাব?’ আমেরিকায় এলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছু দিন আগে অনুদান বাতিলের কথা ঘোষণা করে। বুধবার অনুদান বাতিলের নথিতে স্বাক্ষরের পর ওই মন্তব্য করেন ট্রাম্প।

আরো পড়ুন :- 22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে ? দেখে নিন তালিকা

ভারতে ভোটারদের বুথমুখী করতে অনুদান দিত আমেরিকা। মোদির সঙ্গে সুসম্পর্ক থাকলেও বিপুল পরিমাণ এই অর্থ অনুদান মেনে নিতে পারছেন না ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা ২১ মিলিয়ন ডলার কেন ভারতকে দিচ্ছি? ওদের তো অনেক টাকা আছে। আমাদের থেকে ভারত অনেক টাকা কর নেয়।’ এরপরই মোদির কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ভারত এবং সেদেশের প্রধানমন্ত্রী মোদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২১ মিলিয়ন ডলার অনুদান?’

আরো পড়ুন :- গুগল অ্যাডসেন্স দিয়ে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে ইনকাম কলরবেন ? দেখে নিন

আরো পড়ুন :- রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন