Bangla News Dunia, Pallab : মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর প্রথম ভাষণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চিন-সহ অন্যান্য দেশগুলির উচ্চ শুল্কের সমালোচনা করেন ৷ মঙ্গলবার রাতের ভাষণে ট্রাম্প এই উচ্চ শুল্ককে ‘অত্যন্ত অন্যায়’ বলে অভিহিত করেছেন ৷ একই সঙ্গে আগামী মাস থেকে পারস্পরিক শুল্ক শুরু হবে বলেও ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসার পর বুধবারই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেন ট্রাম্প। সেই মঞ্চ থেকেই ভারতের উপর পাল্টা আমদানি শুল্ক আদায়ের ঘোষণা করেন তিনি। ট্রাম্প জানান, আগামী 2 এপ্রিল থেকে শুরু হবে পারস্পরিক শুল্ক ৷ তিনি অন্যান্য দেশগুলি থেকে আমদানির উপর একই শুল্ক আরোপ করতে চান যে দেশগুলি মার্কিন রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্ক আরোপ করে থাকে।
আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট ভাষণে বলেন, “অন্যান্য দেশগুলি কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে ৷ এখন আমাদেরও একইভাবে সেই দেশগুলির বিরুদ্ধেও শুল্ক আরোপ করার পালা। ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা-সহ অন্যান্য দেশ আমাদের ক্ষেত্রে অনেক বেশি শুল্ক ধার্য করে। এটা খুবই অন্যায্য ৷”
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা