ভারতকে শুল্কের মহারাজা বলে কটাক্ষ আমেরিকার !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের ভারতকে তোপ দাগল আমেরিকা (America)। রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার ভারতের ওপরে মোটা অঙ্কের শুল্ক (Tariff) চাপিয়েছে। কিন্তু নয়াদিল্লি আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে এখনও রাশিয়া (Russia) থেকে তেল কিনছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump) বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো (Peter Navarro) বলেন, ভারতের ওই তেল আমাদের প্রয়োজন নেই। ভারত রাশিয়া থেকে অশোধিত তেল কিনে ইউরোপ এবং আমেরিকার দেশগুলিতে তা বিক্রি করে মুনাফা অর্জন করছে। আর রাশিয়া নয়া দিল্লিকে তেল বিক্রি করে সেই লাভের টাকায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার রসদ জোগাড় করছে।

ভারতের চড়া মাত্রার আমদানি শুল্ক নিয়েও তোপ দেগেছেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা নাভারো। ভারতকে শুল্কের মহারাজা (Maharaja of Tariff)বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, ২৭ অগাস্টের পর ভারতকে আর অতিরিক্ত সময় দেবেন না ট্রাম্প। চলতি সপ্তাহে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ভারত রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে তাদের সিদ্ধান্তে অনড় থাকার জন্য এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও তিনি বলেন, ওদের শুল্কের হার এমনিতেই বেশি। ওদের সঙ্গে আমাদের বড় মাপের বাণিজ্য ঘাটতি রয়েছে। তাই আমেরিকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সমালোচনার পাশপাশি ভারতের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর গলায়। নাভারো বললেন, আমি ভারতকে ভালবাসি। মোদী একজন দারুণ নেতা। কিন্তু তাদের বলব বিশ্ব অর্থনীতিতে আপনাদের ভূমিকাটা ভালো করে দেখুন। বর্তমানে আপনারা যা করছেন তাতে রাশিয়া যুদ্ধ সমর্থন আদায় করছে।”

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন