Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমজনতার ঘরে কত সোনা জমানো থাকতে পারে ? আপনি আন্দাজও করতে পারবেন না । এবার পরিমানটা বলেই দি, ২.২ কোটি কিলোগ্রাম। কি অবাক হলেন তো, ভাবছেন ভারতীয় আমজনতার ঘরে এত সোনা ?
পারে, এবং রয়েওছে। এইচএসবিসি গ্লোবাল কর্তৃপক্ষ তাঁদের সাম্প্রতিক সমীক্ষায় যে তথ্য-পরিসংখ্যান দিয়েছেন, তাতে হিসেব এমনটাই বলছে। চমকে গেলেন?
পরের তথ্যটা শুনলে চমকানোর ধাক্কা আরও জোরে লাগবে। আবহমান কাল ধরে ভারতীয়দের ‘হলুদ’ প্রেম এতটাই বেশি, যে তাঁরা ঘরেই যে পরিমাণ সোনালি সম্পদ জমিয়েছেন, তার সামগ্রিক পরিমাণ বিশ্বের বৃহত্তম ১০ কেন্দ্রীয় ব্যাঙ্কে মজুত সোনার থেকেও অনেকটা বেশি। উদাহরণ লাগবে?
যেমন ধরুন, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে জমা রয়েছে ৮১.৩ লক্ষ কেজি সোনা, জার্মানির কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে আছে ৩৩ লক্ষ কেজি। ভারতের রিজ়ার্ভ ব্যাঙ্ক সেখানে তালিকায় আট নম্বরে, ৮.৭৬ লক্ষ কেজি মজুত নিয়ে। কেন্দ্রীয় ব্যাঙ্কের তালিকায় থাকা বাকি দেশগুলি হলো ইতালি-ফ্রান্স-রাশিয়া-চিন-স্যুইৎজ়ারল্যান্ড-জাপান এবং তুরস্ক।
বিশাল কৃতিত্ব বলে ভাবছেন নিশ্চয়ই। দেশের ১৪৬ কোটি জনসংখ্যা দিয়ে মজুত সোনার পরিমাণটা চট করে ভাগ করুন ক্যালকুলেটরে। দেখবেন মাথাপিছু জমা সোনার পরিমাণ ৫৮.৪২ গ্রামের কিছু বেশি। এ আর এমনকী ব্যাপার বলতেই পারেন!
আরও পড়ুন:- তৃণমূল নেতার বাবাকে খুনে কারাদণ্ড দলেরই-সহ 13 নেতা- নেত্রী কর্মীর, বিস্তারিত জানুন
পারেন কি?
যে হারে সোনার দাম বাড়ছে, তাতে কেনা পরের কথা, দাম হিসেব করলেই চোখ কপালে উঠে যাচ্ছে। চলতি সপ্তাহের কথাই ধরা যাক। সপ্তাহের প্রথম দিন কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট, ৯৯৯ পিয়োরিটি) প্রতি ১০ গ্রামের দাম ছিল ৮৭,৭৫০ টাকা (কর অতিরিক্ত)। আর সপ্তাহের শেষে শনিবার সেই দাম পৌঁছে গিয়েছে ৮৯,৭০০ টাকায়। মানে কর বাদ দিয়েই ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১,৯৫০ টাকা। কর এবং মজুরি ধরলে তা কোথায় যাচ্ছে অনুমান আপনার আছে। ফলে ৫৮ গ্রামের চাপ আর না নেওয়াই ভালো। যা কিনে রেখেছেন, তার সার্বিক মূল্যায়ন কত বাড়ল, তা ভেবে আত্মপ্রসাদ লাভ করুন।
চাপ অন্য জায়গায়। চলতি মল মাসটা কাটলেই তো বিয়ের সিজ়ন আসছে। একমাত্র শালীর বিয়ে জুনের শেষে। সোনার একটা কিছু না দিলেই নয়। তাই একটা কিছু কেনার কথা মাথায় ঘুরছিল অনেক দিন ধরেই। ভেবেছিলেন পয়লা বৈশাখের অফারে কিনে নেবেন। কিন্তু যে হারে দাম বাড়ছে, তাতে দিশেহারা লাগছে।
কেনা পিছিয়ে দিলে কেমন হয়, যদি দাম কমে? এমন আশায় থাকবেন না যে সোনার দাম কমার আশু সম্ভাবনা রয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক গ্লোবাল মার্কেটস কর্তৃপক্ষের অনুমান, চলতি বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দর ৩,২০০-৩,৪০০ ডলার প্রতি ট্রয় আউন্সে পৌঁছে যেতে পারে।
আর মার্কিন ফেডারেল রিজ়ার্ভ যদি সুদের হার ছাঁটার পথে হাঁটে এর মধ্যে, তা হলে দাম আরও বাড়তে পারে। যার ফলে ভারতে চলতি বছরের প্রথমার্ধে ৯০ হাজারের আশেপাশে থাকলেও ২০২৫-এর দ্বিতীয় অর্ধে তা প্রতি ১০ গ্রাম ৯৪,০০০-৯৬,০০০ টাকায় পৌঁছে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। যার জেরে গয়নাগাটি কেনাকাটা আগামী দিনে ক্রমশ ‘শ্লথ’ হবে আশঙ্কা বিশেষজ্ঞদের। যার অনুমান পাওয়া যাচ্ছে দেশের সোনা আমদানির উপরেও। গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে তা। পরিসংখ্যান দেখতে গেলে জানুয়ারির থেকে ফেব্রুয়ারিতে তা নেমেছে ১৪% এবং গত বছরের ফেব্রুয়ারির তুলনায় পতন ৬৩%।
আরও পড়ুন:- গরমে এসি চালু করবেন ? বিপদ এড়াতে অবশ্যই জেনে নিন এই জিনিস
আরও পড়ুন:- মারধর-বকাঝকা না করেও বাচ্চাদের বশে আনুন, বাবা মায়েদের জন্য ১০ টিপস