Bangla News Dunia, দীনেশ : দু-দিনের ফ্রান্স সফর সেরে ১২-১৩ ফেব্রুয়ারি আমেরিকা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর প্রথম ওয়াশিংটন যাত্রা স্বাভাবিকভাবে বাড়তি গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক মহলের মতে, আসন্ন আমেরিকা সফর মোদির সাম্প্রতিককালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরগুলির একটি হতে চলেছে। প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ট্রাম্প যেভাবে কানাডা, মেক্সিকো ও চিন থেকে আমদানি করা পণ্যের ওপর চড়া হারে কর বসিয়েছেন এবং বিভিন্ন দেশের বেআইনি অভিবাসীদের আমেরিকা-ছাড়া করছেন, তা ভারতের চিন্তা বাড়িয়েছে।
আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত
সম্প্রতি আমেরিকায় আমদানি হওয়া যাবতীয় অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের ওপর ২৫ শতাংশ করের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এই দুই ধাতু এবং এগুলি দিয়ে তৈরি জিনিসের বড় অংশ ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা হয়। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে সমস্যায় পড়বে ভারতীয় সংস্থাগুলি। প্রতি বছর এদেশ থেকে হাজার হাজার মানুষ পড়াশোনা এবং কর্মসূত্রে আমেরিকায় যান, অদূর ভবিষ্যতে সেই বৈধ বিদেশযাত্রাতেও রাশ টানতে পারেন ট্রাম্প। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন মার্কিন বহুজাতিকগুলিতে কর্মরত ভারতীয় প্রযুক্তিবিদরা।
আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?
ট্রাম্প-মোদির বৈঠকে বাণিজ্য ও অভিবাসন জট কাটে কি না সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সব মহল। সোমবার প্রধানমন্ত্রীর এক বিবৃতিতেও সেই ইঙ্গিত রয়েছে। মোদি জানিয়েছেন, মূলত ৫টি ক্ষেত্রকে পাখির চোখ করে আমেরিকা যাচ্ছেন তিনি। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে যেসব ক্ষেত্র গুরুত্ব পাবে, সেগুলি হল- তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তিসম্পদ এবং সরবরাহ ব্যবস্থা। তাঁর কথায়, ‘বন্ধু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে ফ্রান্স হয়ে দু-দিনের জন্য আমেরিকা যাচ্ছি। তাঁর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ তিনি আরও বলেন, ‘জানুয়ারিতে তাঁর (ট্রাম্পের) ঐতিহাসিক নির্বাচনি জয় এবং শপথের পর এটি হবে আমাদের প্রথম সাক্ষাৎ। তবে ভারত ও আমেরিকার মধ্যে একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারি গড়ে তোলার ক্ষেত্রে তাঁর প্রথম মেয়াদে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার স্মৃতিতে খুব টাটকা রয়েছে।’
আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?
কূটনৈতিক সূত্রে খবর, ঘোষিত ৫টি ক্ষেত্র ছাড়াও আমেরিকায় বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়েও ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন মোদি। ৩ দিনের সফরে মঙ্গলবার প্যারিস রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক ছাড়াও সেখানে এআই অ্যাকশন সামিটে সহ সভাপতিত্ব করবেন তিনি।