Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। ওই হামলার পরই জবাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছিল ভারত। এরপরই ঠিক একদিন পর গত ২৪ এপ্রিল পালটা পদক্ষেপ করে ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করার কথা জানিয়ে দেয় পাকিস্তান (Pakistan)।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়
আর এই ফলেই এবার কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান। প্রথম দু’মাসেই ক্ষতি হয়েছে পাকিস্তানি মুদ্রায় প্রায় ৪.১০ বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২৭ কোটি টাকা। পাকিস্তানের জাতীয় পরিষদে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।