Bangla News Dunia, Pallab : সম্প্রতি ভারতবর্ষের দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের (South East Central Railway ) তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন’
নিয়োগকারী সংস্থা : South East Central Railway
পোষ্ট তারিখ (Post Date) :
উল্লেখিত চাকরির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত 01.04.2025 তারিখে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়ম করে হবে বিভিন্ন রকম ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
আবেদনকারী চাকরিপ্রার্থীদের এখানে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি NCVT/SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিপ্ত ট্রেডে আইটিআই কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) :
উল্লেখিত অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন। তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 7,700 টাকা করে বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদের সংখ্যা হল 1007টি।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে। তার জন্য যাকে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম কে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। শেষে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করেছে সাবমিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ব্রাজিলের মাধ্যমিক পরীক্ষা এবং আইটিআই পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পরবর্তীকালে সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকেই সরাসরি নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা (Application Deadline) :
চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আগামী 04.05.2025 তারিখ পর্যন্ত।