ভারতীয় সেনাবাহিনীতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, শূন্যপদে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশের সেনাবাহিনীতে বিপুল পরিমাণে শূন্য পদের কর্মী নিয়োগ শুরু হতে চলেছে খুব শীঘ্রই। তার জন্য এবার ইন্ডিয়ান আর্মির Armed Force Medical Services এর অধীনে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার পদে। যেখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

সুতরাং দেরি না করে সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটা তাড়াতাড়ি পড়ুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করে ফেলুন।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Indian Army

পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি ইন্ডিয়ান আর্মি এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 19.04.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Medical Officer পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ডাক্তারি বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি গ্রাজুয়েট চাকরিপ্রার্থীরা 2023 কিংবা 2024 সালের NEET PG পরীক্ষায় বসে থাকলে এই পদে আবেদন জানাতে পারবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন। তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 61,300 টাকা বেতন হিসেবে দেওয়া হবে। এর পাশাপাশি মিলিটারি সার্ভিস পে বাবদ আরো অতিরিক্ত 15,500 টাকা এবং অন্যান্য একাধিক সুযোগ-সুবিধা পাবে নিযুক্ত কর্মীরা।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 400টি শূন্যপদ রয়েছে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম কে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে।

তারপর সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে দিয়েছে আর বের করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হলে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে –

  • MBBS এবং MD সার্টিফিকেট
  • ইন্টার্নশিপ শেষ হওয়ার সার্টিফিকেট
  • মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • NEET PG স্কোরবোর্ড
  • 10টি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • পরিচয়পত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • মোবাইল নাম্বার
  • ইমেইল আইডি ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদনের ওপর ভিত্তি করে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এক্ষেত্রে মূলত NEET PG নম্বরের ওপর ভিত্তি করে একটি তালিকা প্রস্তুত করা হবে। এরপর প্রতিটি চাকরি প্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করবে ভারতীয় বাহিনী। ইন্টারভিউ এর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের দিল্লি ক্যান্টনমেন্ট অবস্থিত আর্মি হসপিটালে যেতে হবে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে 19.06.2025 তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন