ভারতীয় স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ শুরু হল। শীঘ্রই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় স্টেট ব্যাংকে চাকরির সুযোগ (SBI Recruitment 2025), এবারে সার্কেল বেসড অফিসার (CBO) পদে মোট ২,৯৬৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ২,৬০০টি সাধারণ ও ৩৬৪টি ব্যাকলগ পদ। এই সকল পদের জন্য এবারে আবেদন করানো হবে বলে জানা গেছে, এই প্রতিবেদনে আবেদনের সকল রকমের খুঁটিনাটি সম্পর্কে আজ্জকে জেনে নেওয়া যাক যাতে আবেদনের সময়ে কোন রকমের সমস্যা না হয় (State Bank of India).

SBI Recruitment 2025 Online Apply

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে সেই সার্কেলের স্থানীয় ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিসার স্কেল I পদে, কোনো পাবলিক সেক্টর ব্যাংক বা RRB তে, ২১ থেকে ৩০ বছর বয়স হতে হবে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য।

নিয়োগ প্রাপ্তদের জন্য বেসিক বেতন শুরু হবে 48,480 থেকে। তার সঙ্গে থাকবে অন্যান্য ভাতা যেমন DA, HRA, CCA ইত্যাদি। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্টও দেওয়া হবে। আর যতদিন যাবে ততই এই বেতন আরও বৃদ্ধি পাবে। অবজেকটিভ টেস্ট ২ ঘণ্টা, ১২০ নম্বর। ইংরেজি – ৩০ নম্বর, ব্যাংকিং ও সাধারণ জ্ঞান – ৪০ নম্বর, ইকোনমি ও কম্পিউটার অ্যাপটিটিউড – ৫০ নম্বর, ডিসক্রিপটিভ টেস্ট ৩০ মিনিট, ৫০ নম্বর, ইংরেজিতে রচনা ও চিঠি লেখার প্রশ্ন থাকবে, লিখিত পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।

লিখিত পরীক্ষার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে, যার পূর্ণমান ৫০। চূড়ান্ত মেধা তালিকা তৈরিতে লিখিত ও ইন্টারভিউ নম্বরের অনুপাত থাকবে ৭৫:২৫। এছাড়া স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই করার জন্য আলাদা একটি পরীক্ষা নেওয়া হতে পারে।

SBI Recruitment 2025 Apply Process

SBI–র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করে প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে – সদ্য তোলা ছবি, স্বাক্ষর, হ্যান্ডরিটেন ডিক্লারেশন, শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্র, General/OBC/EWS দের জন্য 750 টাকা লাগবে, SC/ST/PwBD দের ফি লাগবে না আর পেমেন্ট শুধুমাত্র অনলাইনেই করা যাবে।

উপসংহার

কেবলমাত্র একটি সার্কেল এর জন্য আবেদন করতে পারবেন, আবেদনপত্রে সঠিক তথ্য ও ডকুমেন্টস দিন, স্থানীয় ভাষার দক্ষতা থাকলে বাড়তি সুবিধা মিলবে, আবেদনপূর্বে সমস্ত ঋণ ও ব্যাংকিং দায় মিটিয়ে রাখুন। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এই পদে নিয়োগ পেলে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একটি স্থায়ী ও সম্মানজনক কর্মজীবনের সূচনা হতে পারে।

আরও পড়ুন:- কি কান্ড! হোটেল রুমের ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত মোবাইলবন্দি করতে মানুষের হুড়োহুড়ি ফ্লাইওভারে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন