Bangla News Dunia, সারদা দে :- ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে ভারতীয় নৌ-বাহিনীর পরিষেবায় যুক্ত হতে চলেছে প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। ৪০ হাজার টনের এই যুদ্ধজাহাজটির প্রাথমিক পরীক্ষা শুরু হয়েছিল ২০১৬ সালে আর ২০২০ দু সালের শেষদিকে বিক্রান্তের বেসিন ট্রায়াল চলেছিল। প্রথম সামুদ্রিক পরীক্ষার সময় এই প্রকল্পের পিছনে মোট খরচ হয়েছিল ২৩ হাজার কোটি টাকা।
ভারতের প্রথম বিমানবাহক রণতরী আইএনএস বিক্রান্তের নকশা পরিচালনা করেছে ভারতীয় নৌ বাহিনী এবং এটি নির্মাণের দায়িত্বে ছিল কোচিন শিপইয়ার্ড। তবে পরবর্তীকালে অনেক সরকারি এবং বেসরকারি সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো । ৩৭৫০০ টন ওজনের রণতরীটি দৈর্ঘ্য ২৬০ এবং প্রস্থ ৬০ মিটার।এই রণতরী থেকে মিগ-২৯, হাল্কা যুদ্ধবিমান, এমনকি এক্যামভ-৩১ মডেলের জঙ্গি বিমানও উড়ে যেতে পারে। একসাথে পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান বহন করার ক্ষমতা রয়েছে এই জাহাজটির।
আরো পড়ুন :- চীনের সাথে সংঘাতের মাঝে নৌসেনার শক্তিবৃদ্ধি
তবে বর্তমানে এই যুদ্ধজাহাজে কি ধরণের বিমান রাখা হবে এই নিয়ে এখনো প্রাথমিক কথাবার্তা চলছে। শোনা যাচ্ছে আমেরিকার বেশ কিছু যুদ্ধবিমানকে লিজ নেওয়া হতে পারে। যুদ্ধবিমান ক্রয় করা হবে না লিজ নেওয়া হবে এই প্রসঙ্গে অনেক মতবিরোধ দেখা দিয়েছে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে।
অনেকের মতে ২০৩০ সালের মধ্যে আমেরিকার সমস্ত F-18 block-II বিমানগুলি অবসর নিতে চলেছে। তাই এই মুহূর্তে F-18 অর্ডার করলে ২০২৩ সালের আগে তা ভারতীয় নৌবাহিনীর কাছে এসে পৌঁছবে না তবে লিজ নিলে ২০২২ সালের মধ্যে আসার সম্ভবনা অনেক বেশি। । তাছাড়া ভারতীয় নৌবাহিনীর কাছে নিজস্ব TEDBF প্রজেক্ট রয়েছে যা এইসবের থেকে আরো উন্নত। এই মুহূর্তে আর্থিক সমস্যার কারণে ক্রয় করার পরিবর্তে লিজ নেওয়াই যুক্তিযুক্ত বলে মনে করছেন অধিকাংশ সামরিক বিশেষজ্ঞ।