ভারতের অনুরোধেই ইলিশ পাঠানো হচ্ছে, বললেন বাংলাদেশের উপদেষ্টা

By Bangla News Dunia Dinesh

Published on:

বাংলাদেশের (Bangladesh) বাজারে অগ্নিমূল্য ইলিশের। ছোট আকারের মাছ ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকাশচুম্বী দামের কারণে এবছর আমজনতা নয়, অনেক মধ্যবিত্তও ইলিশের স্বাদ থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে দুর্গাপুজো উপলক্ষ্যে ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় ইউনূস সরকার। সোমবার দেশটির মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, কোনও চাপে নয়, দুর্গাপুজো উপলক্ষ্যে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে। দুর্গাপুজোয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এবছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। প্রবাসী বাঙালিদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিন কুড়িগ্রাম (Bangladesh) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী-কৃষক এবং স্থানীয় এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। ফরিদা আখতার জানিয়েছেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন