Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিন তিনেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী। তখনই জানা গিয়েছে ভারতের জন্য ২১ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা। অভিযোগ, ভারতে ভোটের হার বাড়াতেই ওই টাকা দিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (DOGE) জানিয়েছে, এ বার বন্ধ হচ্ছে ভারতের জন্য ২১ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য!
এই কথা জানাজানি হতেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, তাহলে কী ভারতে ভোটের হার বাড়াতেই এই টাকা অনুদান হিসেবে দিয়েছে আমেরিকা?
এই নিয়ে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতকে কেন তাঁরা ২১ মিলিয়ন ডলার দেবেন তা নিয়ে প্রশ্ন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তাদের অনেক বেশি টাকা আছে। তারা (ভারত) তো আমাদের পরিপ্রেক্ষিতে বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলির মধ্যে একটি । আমরা খুব কমই সেখানে যেতে পারি। কারণ তাদের শুল্ক অনেক বেশি।’ ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা আছে আছে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু ভোটারদের ভোটের হার বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকার রাষ্ট্রপতি। ভারতের এই টাকা দরকার নেই বলেও জানিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, মাস্ক জানিয়েছিলেন যে ভারতকে ২১ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য করা হতো। এর পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা! মাস্কের দাবি, এই টাকাটা নাকি পাঠানো হতো স্রেফ ভারতের নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য। ভোটদানের হার বাড়াতেই ওই টাকা দেওয়া হতো।
উল্লেখ্য, আমেরিকা সফরে গিয়ে ইলন মাস্কের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন মাস্কের সন্তানরা। তাদের হাতে উপহারও তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁদের দু’জনের মধ্যে প্রায় আধ ঘন্টা কথাও হয়।
এর পরেই ওই খাতে অনুদানের কথা বলা হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অলিন্দে। বিরোধীদের একাংশের দাবি, এতেই তো নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ প্রমাণিত হয়ে যায়। ওই টাকা কারা পেয়েছে তা তদন্ত করে দেখার দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
যদিও ইলন মাস্কের সংস্থার দাবি, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর উন্নতিতে মোট ৪৮ কোটি ৬০ লক্ষ ডলার ব্যয় করত আমেরিকা। এ নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত