ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বললেন ট্রাম্প, এই দাবির প্রেক্ষিতে ChatGPT-র মতো AI প্ল্যাটফর্ম কী জানাল? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পছন্দ মতো বাণিজ্য চুক্তি না হতেই ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো ঘনিষ্ঠতায় রুষ্ট ট্রাম্প ভারত ও রাশিয়া, দুই দেশের অর্থনীতিকেই ‘মৃত’ অ্যাখ্যা দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই দাবির আদৌ কতটা বাস্তব ভিত্তি রয়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় অর্থনীতি সত্যিই ‘মৃত’ কিনা জানতে বিভিন্ন এআই প্ল্যাটফর্মে সার্চও হয়েছে বিস্তর। দেখুন আমেরিকান বিভিন্ন এআই প্ল্যাটফর্ম ভারতের অর্থনীতি নিয়ে ট্রাম্পের দাবির প্রেক্ষিতে কী জানাল?

চ্যাটজিপিটি, গ্রক, জেমিনাই, মেটা এআই এবং কোপাইলট— আমেরিকার প্রথম সারির এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করা হয়েছিল, ‘Is the Indian Economy dead?’ অর্থাৎ ভারতীয় অর্থনীতি মৃত? এই প্রশ্নের যা উত্তর বিভিন্ন এআই প্ল্যাটফর্ম থেকে এসেছে, তার সঙ্গে ট্রাম্পের দাবির কোনও মিলই নেই।

উপরে উল্লিখিত প্রশ্নের জবাবে ওপেনএআই সংস্থার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি বলেছে, ‘ভারতের অর্থনীতি মৃত্যু থেকে অনেক দূরে। এই অর্থনীতি গতিশীল এবং উচ্চাভিলাষী।’

এক্স-এর এআই প্ল্যাটফর্ম গ্রক বলেছে, ‘না, ভারতের অর্থনীতি মৃত নয়। বিশ্বে প্রধান অর্থনীতিগুলির মধ্যে এটি সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে।’

আরও পড়ুন:- আজ থেকে শুরু হচ্ছে ‘আমার পাড়া আমাদের সমাধান’, কী কী সমাধান মিলবে নাগরিকদের ? জানুন

গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনাই বলেছে, ‘ভারতের অর্থনীতি শক্তিশালী বৃদ্ধির পথে রয়েছে।’

মেটা-র এআই প্ল্যাটফর্ম এ ব্যাপারে বলেছে, ‘ভারতের অর্থনীতি মৃত নয়। এটা বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি।’

ভারতীয় অর্থনীতির মৃত্যুর বিষয়ে মাইক্রোসফ্টের এআই প্ল্যাটফর্ম কোপাইলট বলেছে, ‘মৃত্যুর কাছেও নেই। বরং এর উল্টো পথে রয়েছে।’

ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূশ গয়াল। তিনিও জানান, ভারত বিশ্বের ‘ফাস্টেট গ্রোয়িং ইকনমি’। আগামী কয়েক বছরেই তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন:- 140 কোটির দেশে চিকিৎসক মাত্র14 লক্ষ ! চিকিৎসকের ঘাটতি মেটাতে কী কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ? জেনে নিন

আরও পড়ুন:- কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড ? কারণ জানলে মন প্রফুল্ল হয়ে যাবে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন