Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নানা শৈত্য বইতে শুরু হয়েছে। নয়াদিল্লির সঙ্গে কার্যত দূরত্ব বাড়িয়ে ভারতের ‘শত্রুপক্ষ’ চিন-পাকিস্তানের সঙ্গে ‘ভাব’ জমাচ্ছে বাংলাদেশ সরকার। এমন আবহে সম্প্রতি ইউনূসের চিন সফর নয়া মাত্রা যোগ করেছে। চিনে গিয়ে ভারতের ৭ রাজ্যের প্রসঙ্গ টেনেছেন ইউনূস। যা ঘিরে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:- ভারতেও ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেন IIT কানপুরের গবেষক
কী বলেছেন ইউনূস?
জানা গিয়েছে, চিন সফরে গিয়ে উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্য বা সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টেনেছেন ইউনূস। চিনকে আর্থিক সম্প্রসারণের আহ্বান জানাতেই এই প্রসঙ্গ উত্থাপন করেছেন ইউনূস। বলেছেন, ‘ভারতের ৭ রাজ্য, উত্তর-পূর্ব ভারতে, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। ওই ৭ রাজ্য স্থলবেষ্টিত। সমুদ্রে পৌঁছোনোর কোনও উপায় তাদের নেই।’ তাঁর সংযোজন, ‘বাংলাদেশই ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক। তাই বড় সম্ভাবনা রয়েছে। চিনা অর্থনীতির সম্প্রসারণ ঘটতে পারে।’
শুধু উত্তর-পূর্ব ভারতই নয়, বাংলাদেশে চিনা বিনিয়োগের জন্য নেপাল ও ভুটানের প্রসঙ্গও টেনেছেন ইউনূস। বলেছেন, ‘নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ রয়েছে। যেটা একটা আশীর্বাদ। আমরা এটা কাজে লাগাতে পারি। বাংলাদেশ থেকে আপনারা যে কোনও জায়গায় যেতে পারেন। সমুদ্র আমাদের কাছেই।’
গত ২৬ মার্চ ৪ দিনের চিন সফরে যান ইউনূস। এই সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ইউনূস। যা আন্তর্জাতিক মহলে নয়া মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন