ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না সবার বস’, নাম না করে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের উপরে ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপানোর পরে এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রীর থেকে এই ধরনের প্রতিক্রিয়া এল। যদিও ট্রাম্পের নাম নেননি রাজনাথ। অভিজ্ঞ মহল অবশ্য বলছে, ‘ইশারাই যথেষ্ট। এ বক্তব্য ট্রাম্পকে বিঁধেই।’

আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়

এর আগেও ট্রাম্পের একাধিক ‘তুঘলকি ফতোয়া’ ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। ভারতের উপরে তাঁর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপানোর পরেও ট্রাম্পের কাছে ‘আত্মসমর্পণ’-এর প্রশ্নই নেই, তাই প্রকারান্তরে রবিবার বুঝিয়ে দিলেন রাজনাথ। এ দিন মধ্যপ্রদেশে একটি সরকারি প্রকল্পের উদ্বোধনে এসে তিনি বলেন, ‘দ্রুতগতিতে ভারতের উন্নতিতে অনেকেই খুশি নন। তাঁরা এই বিষয়টি পছন্দও করছেন না। তাঁদের মতে, সবার বস তো আমরা, কী ভাবে ভারত এত দ্রুত এগিয়ে যাচ্ছে?’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন