Bangla News Dunia, Pallab : আশঙ্কাই সত্যি হল। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক (Tariff) চাপালো আমেরিকা (India-US)। বুধবার বিকেলে (ভারতীয় সময় অনুযায়ী) এই শুল্কহার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী ১ অগাস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন
এদিন ‘ট্রুথ সোশ্যাল’-এ ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। এছাড়া, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এ সব কাজ ভাল নয়। ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উপরোক্ত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ অগাস্ট থেকে।’
সম্প্রতি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে সতর্ক করে দিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে ৫০ দিন সময় দিয়েছিলেন। এর মধ্যে রাশিয়া হামলা বন্ধ না করলে তাদের বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি। দু’দিন আগে আবার ট্রাম্প জানান, যুদ্ধ থামানোর জন্য তিনি ১০-১২ দিন সময় দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এসবের মাঝেই এদিন ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও সেই জরিমানা কী, তা পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেননি তিনি।