Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের চার হাজার বর্গ কিলোমিটার জমি দখল করেছে চিন। বৃহস্পতিবার লোকসভার জিরো আওয়ারে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পাশাপাশি, ভারতের উপর আমেরিকা যেভাবে 26 শতাংশ শুল্ক আরোপ করেছে তাতে দেশের অর্থনীতি বড়সড় ধাক্কার মুখে পড়বে বলেও মনে করেন রাজীব-তনয়।
ভারতীয় সময় বুধবার গভীর রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 26 শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন। এ নিয়ে রাহুল এদিন বলেন, “এই পরিমাণে শুল্ক আরোপ করলে ভারতীয় অর্থনীতির প্রবল ক্ষতি হবে। অটোমোবাইল শিল্প থেকে ওষুধ শিল্প ক্ষতির মুখে পড়বে। ক্ষতি হবে কৃষিরও। ভারত সরকারের উচিত এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া স্পষ্ট করা।”
চিন নিয়ে রাহুলকে জবাব দিতে অবশ্য দেরি করেনি বিজেপি। তাদের দাবি, চিন এখন ভারতের এক ইঞ্চি জমিও নিতে পারেনি। কংগ্রেস আমলেই ভারতের জমি চিনের দখলে গিয়েছে। তাদের আরও দাবি, নরেন্দ্র মোদিকে পৃথিবী কুর্ণিশ জানায়। এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া ভারতের কাছে ভাগ্যের বিষয়।
আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো
জিরো আওয়ারে এদিন বিরোধী দলনেতা ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের 75 বছর পূর্তির বিষয়টির উল্লেখ করেন। তাঁর প্রশ্ন, যে চিন ভারতের চার হাজার বর্গ কিলোমিটার জমি দখল করে নিয়েছে তাদের সঙ্গে কেন উৎসব পালন করছে ভারত। সরাসরি বিদেশ সচিবের (বিক্রম মিস্রি) কথা বলেন রাহুল। তিনি বলেন, “কয়েকদিন আগে দেখলাম, আমাদের বিদেশ সচিব চিনের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। ছবিটি আমায় অবাক করেছে। কী হচ্ছে তা আমি বুঝতে পারছি না। চিন ভারতের চার হাজার বর্গ কিলোমিটার জমি দখল করেছে সে ব্যাপারে আমর কী করছি ? “
এরপর গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গ তোলেন রাহুল। 2020 সালের ওই সংঘর্ষে ভারতীয় সেনার 20 জন জওয়ানের প্রাণ গিয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ” জওয়ানদের প্রাণ গিয়েছে। তাঁদের বলিদানকে কেক কেটে উৎযাপন করা হচ্ছে। আমরাও চাই পরিস্থিতি ম্বাভাবিক হয়ে উঠুক। কিন্তু তার আগে চিনের দখলে থাকা ভারতীয় জমির অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। “
বাহুল আরও জানান, এ নিয়ে চিনকে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী । তবে সেই খবর, ভারতের তরফে বলা হয়নি। ভারতের নাগরিকদের এই খবর জানতে হয়েছে চিনের রাষ্ট্রদূতের থেকে। তাঁর মতে, বিদেশ নীতির মূল কথা হল, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এবং তাদের নিয়ন্ত্রণে রাখা।
বক্তব্যের একটি পর্যায়ে ঠাকুমা ইন্দিরা গান্ধির কথা উল্লেখ করেন রাহুল । তাঁর কথায়, “একবার ইন্দিরাজীর কাছে একজন জানতে চেয়েছিলেন, বিদেশ নীতির প্রশ্নে তিনি কি বাঁদিকে ঝুঁকে থাকেন না ডানদিকে ? তিনি বলেছিলেন, আমি সোজা থাকি । আমরা ভারতীয় আমাদের নীতি সবসময় সোজা পথে চলে। তবে বিজেপি-আরএসএসের দর্শন আলাদা। যে কেউ সামনে এলেই তারা মাথা নত করে দেয়। “
আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন