ভারতের প্রত্যাঘাতের আবহে পাকিস্তানকে বার্তা চিনের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যেকার ক্রমবর্ধমান ‘উত্তেজনা’ নিবিড়ভাবে পর্যবেক্ষন করছে চিন। তাঁরা এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তও চায়। রবিবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ ইসাক দারের সঙ্গে ফোনালাপে এমনটাই জানিয়েছেন চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

ওয়াং ই এদিন আরও জানান যে, তিনি আশা করেন উভয় দেশই এই পরিস্থিতিতে সংযম প্রদর্শন করবে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতেকেরই যৌথ দায়িত্ব। পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টার প্রতি তাঁদের সমর্থনের কথাও এদিন পুনর্ব্যাক্ত করেন ওয়াং ই।

এক্স হ্যান্ডেলে পোষ্ট করা একটি বিবৃতিতে ওয়াং ই-এর সঙ্গে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। বিবৃতিটি বলা হয়েছে, ‘উনি ভারতের একতরফা এবং অবৈধ পদক্ষেপের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই ভিত্তিহীন প্রচারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ‘এদিনের ফোনালাপে উভয় পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রচার করার এবং আধিপত্যবাদী নীতির যৌথ বিরোধিতা করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।’ চিনের এই ক্রমাগত সমর্থনের জন্য ইসাক দার তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলোগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার পেছেনে পাকিস্তানের হাত থাকার কথা জানিয়েছে ভারত। ভারতের অভিযোগ এই ঘটনায় পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলি জড়িত রয়েছে। যদিও এই ঘটনায় জড়িত থাকার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পাকিস্তান।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন