ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান : নমস্কার বন্ধুরা, আজকে ‘সফলতার দিশারী’র এই প্রতিবেদনে নিয়ে আশা “ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান” তালিকা । কেননা ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান মানে শুধু কিছু শব্দ নয়, একেকটা যুগের চেতনা, প্রেরণা আর ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে।
ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই সমস্ত স্লোগানগুলো প্রতিটা ভারতীয়র হৃদয়ে আগুন ধরিয়েছে, সাহস জুগিয়েছে আর দিকনির্দেশ দিয়েছে। কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা “বন্দে মাতরম্” ছিল এমন এক স্লোগান যা লক্ষ মানুষের মনে দেশপ্রেমের জোয়ার তুলেছিল। যেটা এক সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। এদিকে আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” এই স্লোগানটি আজও প্রতিটা বাঙালির রক্তে আগুন জ্বালিয়ে দিতে পারে।
আরও পড়ুন : মৌলের নাম ও যোজ্যতা
এই স্লোগানগুলোর মধ্যে শুধু রাজনীতিই নয়, জীবনের অনেক মাহাত্যও লুকিয়ে রয়েছে। স্বামী বিবেকানন্দের “উঠো, জাগো, আর লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না” কথাটা আজকের প্রজন্মের জন্যও সমান প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। এটা আত্মবিশ্বাস, অধ্যবসায় আর পরিশ্রমের এক অমর বার্তা হয়ে আসছে এখনও । ভগৎ সিংয়ের “ইনকিলাব জিন্দাবাদ” বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, আর ড. বি.আর. আম্বেদকরের “Educate, Agitate, Organize” কথাটা এখনো সামাজিক ন্যায়ের জন্য প্রতিটা সংগ্রামী মানুষের অনুপ্রেরণা।

এছাড়াও আপনারা আমাদের WhatsApp বা Telegram গ্রুপে যুক্ত গিয়ে থাকতে পারে। সেখানে আমরা এরকমই নিত্য নতুন মক টেস্ট ও জেনারেল নলেজ ইত্যাদির নোটস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও অব্যশই ফলো করে রাখুন www.disari.in
ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তালিকা
| ব্যক্তি | স্লোগান |
|---|---|
| নেতাজি সুভাষচন্দ্র বসু | তোমরা আমাকে রক্ত দাও ,আমি তোমাদের স্বাধীনতা দেবো, |
| নেতাজি সুভাষচন্দ্র বসু | জয় হিন্দ |
| নেতাজি সুভাষচন্দ্র বসু | দিল্লি চলো |
| ভগত সিং | ইনকিলাব জিন্দাবাদ |
| ভগত সিং | সাম্রাজ্যবাদ কা নাশ হো |
| মহাত্মা গান্ধী | ভারতছাড়ো |
| মহাত্মা গান্ধী | করেঙ্গে ইয়া মরেঙ্গে |
| লাল বাহাদুর শাস্ত্রী | জয় জওয়ান, জয় কিষান |
| রামপ্রসাদ বিসমিল | সরফারশি কি তামান্না অব হমারে দিল ম্যায় হো |
| রাজীব গান্ধী | মেরা ভারত মহান হ্যায় |
| মহঃ ইকবাল | সারে জাঁহা সে আচ্ছা |
| রবীন্দ্রনাথ ঠাকুর | জনগণমন অধিনায়ক জয় হে |
| অটল বিহারী বাজপেয়ি | জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান |
| বালগঙ্গাধর তিলক | স্বরাজ আমার জন্মগত অধিকার |
| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বন্দে মাতরম |
| জওহরলাল নেহেরু | পূর্ণ স্বরাজ |
| জওহরলাল নেহেরু | আরাম হারাম হ্যায় |
| মঙ্গল পান্ডে | মারো ফিরিঙ্গি কো |
| বিনোবা ভাবে | জয় জগৎ |
| সঞ্জয় গান্ধী | কাম অধিক বাতে কম |
| পি ভি নরসিংহ রাও | দেশ বাঁচাও, দেশ বানাও |
| ইন্দিরা গান্ধী | গরিবি হটাও |
| বল্লভভাই প্যাটেল | কর মত দো |
| মুরলী মনোহর জোশি | কাশ্মীর চলো |
| জয়প্রকাশ নারায়ণ | সম্পূর্ণ ক্রান্তি |
| ভারতেন্দু হরিশচন্দ্র | হিন্দি, হিন্দু, হিন্দুস্তান |
| লালা লাজপত রায় | সাইমন কমিশন বাপাস যাও |
| মদনমোহন মালব্য | সত্যমেব জয়তে |
| স্বামী দয়ানন্দ সরস্বতী | বেদো কি অউর লটো |
| স্বামী বিবেকানন্দ | উঠো, জাগো, আর লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না |
| ড. বি.আর. আম্বেদকরের | Educate, Agitate, Organize |













