Bangla News Dunia, Pallab : হাসিনা দেশ ছাড়ার পর ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে একথা সর্বজনবিদিত। পড়শি দেশে হিন্দুদের ওপর প্রবল অত্যাচার, সীমান্ত এলাকায় দু’দেশের নাগরিকদের মধ্যে ঝামেলা। ইত্যাদি একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে ভারত (India)। এমতাবস্থায় এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনও অবনতি ঘটেনি। ভারতের সঙ্গে আমাদের সবসময় সম্পর্ক ভালো।’ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এহেন মন্তব্যে হতবাক সকলে।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায়
সাক্ষাৎকারে ইউনূস দাবি করেন, ‘বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। দু’দেশের সম্পর্কে কোনও অবনতি হয়নি। আমাদের সম্পর্ক এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। আসলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সেটার থেকে আমরা সরে আসতে পারব না।’
হাসিনার (Hasina) পদত্যাগের পর থেকে দু’দেশের সম্পর্ক কোনও জায়গায়, সেই বিষয় উল্লেখ করে তাঁর আরও সংযোজন, ‘মাঝখানে কিছু কিছু মেঘ দেখা দিয়েছে। তা অপপ্রচারের কারণে এসেছে। এই অপপ্রচার কোন শত্রুরা করছে, সেটা বিচার করতে হবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে ভারতের। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। ভারত সরকারের সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ হচ্ছে। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার প্রথমেই কথা হয়ে গিয়েছে।’
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে ‘বিমস্টেক’ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং বাংলদেশের মুখ্য উপদেষ্টা মুহম্মদ ইউনূস। সেই বৈঠকে তাঁরা কি মুখোমুখি হবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,