ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ ! বিরাট ঘোষণা পাকিস্তান সরকারের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ভারতের সঙ্গে আর বাণিজ্য নয়, ইসলামাবাদে দু’ঘণ্টা বৈঠকের পর ঘোষণা করল পাকিস্তান সরকার। এর পাশাপাশি জানানো হল, ভারতকে নিজেদের আকাশসীমা আর ব্যবহার করতে দেবে না পাকিস্তান।  শুধু তা-ই নয়, সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়েও ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

বৃহস্পতিবার ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে,  তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। তৃতীয় কোনও দেশের সঙ্গে বানিজ্য করার জন্য ভারতকে তারা পাকিস্তানের ভূখন্ড ব্যবহার করতে দেবে না। এছাড়াও প্রতিটি ভারতীয় উড়ান সংস্থার জন্য নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে দেওয়া হবে না।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

এরই সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। অন্যদিকে, সিমলা চুক্তি-সহ অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হবে।

বিস্তারিত আসছে…………………

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন