Bangla News Dunia, অমিত রায় :- বিগত কয়েক মাস ধরেই কৃষাণ আন্দোলন নিয়ে ভারত সরকারের সাথে কানাডার সরকারের বিবাদ চলছিল। এমন পরিস্থিতিতে পরিস্থিতিতে ভারতের করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরে। এমন অবস্থায় সারা বিশ্ব থেকে ভারতের মানুষদের জন্য সাহায্য আসতে শুরু করেছে।
ভারতের সকল মিত্র দেশ ভারতকে সাহায্য করেছে। এমনকি আগেও সাহায্য করার কথা বলেছে। ভারত সরকারের তরফ থেকে জানানো হয় ৪০ টির বেশি দেশ ভারতকে কিছু না কিছু সাহায্য করেছে। এমন অবস্থায় দেরি করে হলেও কানাডা এখন ভারতের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আরো পড়ুন :- কাঁচা তেল ক্রয় নিয়ে সৌদিকে বিরাট ঝটকা দিতে চলেছে ভারত
কানাডা ভারতের রেড ক্রস সংস্থাকে ইতি মধ্যেই ৬০ কোটি টাকার সাহায্য পাঠিয়েছে। এমনকি কানাডার সরকার সেখানে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে জানায় কানাডা ভারতকে ৩০০০ ভেন্টিলেটর দেবে এই করোনা মহামারীর সাথে লড়াই করতে। এই ৩০০০ এর আনুমানিক মূল্য প্রায় ১৪০ কোটি টাকা।
এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কানাডার সরকারের সাথে ভারতের সরকারের সম্পর্ক খারাপ আবার এত দেরি করে সাহায্যের হাত বাড়িয়ে দিলো কেন কানাডা। যেখানে ছোট ছোট দেশ এর আগেই ভারতকে সাহায্য পাঠিয়ে দিয়েছে।
যখন সারা বিশ্বে ভ্যাকসিন সাপ্লাই করছিলো ভারত তখন ভারত সরকারের কাছে কানাডা ভ্যাকসিন চায়। শত শত্রুতার মধ্যেও ভারত সরকার কানাডাকে ৫ লাখ ভ্যাকসিন পাঠায়। কিন্তু কানাডার প্রতিবেশী দেশ আমেরিকা কানাডাকে ভ্যাকসিন দিতে অস্বীকার করে। তখন ভারতী ছিল একমাত্র দেশ যে ভ্যাকসিন দিয়ে কানাডাকে সাহায্য করে। যাতে করে কানাডা তাদের স্বাস্থ্যে কর্মীদের টিকা দিতে পারে।
আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- ( বাংলা নিউজ দুনিয়া ) বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?