Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রত্যেকটি দেশ তার নাগরিকদের জন্য বিভিন্ন রকম স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা করেন। ভারত সরকার তেমনভাবেই দেশের নাগরিকদের জন্য দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যের দিকের উন্নতি ঘটনার জন্য এছাড়া আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা করেছেন। এই বীমা কভারেজ গুলো এক একজন ব্যক্তিকে অনেকটাই আর্থিক দিক থেকে সহায়তা করে থাকে।
সেরা সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প ২০২৫
দেশের নাগরিকদের জন্য সাশ্রয় মূল্যে চিকিৎসা খরচ চালানোর জন্য বিভিন্ন রকম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প গড়ে তোলা হয়েছে কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের তরফে। আমাদের দেশে এমন কোটি কোটি মানুষ আছেন যারা নিজেদের টাকা দিয়ে বীমা প্রকল্প কিনতে পারেন না, আর এই কারণের জন্য আজকের এই আলোচনাতে সরকারের তরফে নিয়ে আসা কিছু হেলথ ইন্সুরেন্স স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতের সরকারি স্বাস্থ্য প্রকল্প
আম আদমি বিমা যোজনা :- নিম্ন আয়ের ব্যক্তিরা মৃত্যু বা শারীরিক অক্ষমতার জন্য আম আদমি বীমা যোজনার আওতায় অর্থ পেয়ে থাকেন। এই প্রকল্পের মধ্যে যে সমস্ত পেশার ব্যক্তিরা রয়েছেন তারা হলেন, কাঠ মিস্ত্রি, তাঁত বুনন, মাছ ধরা, মুচি, অটো চালক ইত্যাদি। এই পরিকল্পনায় স্বাভাবিক মৃত্যুতে 30,000 টাকা এবং দুর্ঘটনা জনিত মৃত্যুর ক্ষেত্রে 75,000 টাকা বীমাকৃত অর্থ প্রদান করা হয়, এছাড়া 300 টাকা বার্ষিক প্রিমিয়াম প্রদান করা হয়। এই কর্মসূচির অধীনে, পরিবারের উপার্জন কারী ব্যক্তি অর্থের অধিকারী হতে পারবেন।
আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
কীভাবে বিনামূল্যে চিকিৎসা পাবেন?
আওয়াজ স্বাস্থ্য বীমা প্রকল্প :- কেরালা রাজ্যে আওয়াজ স্বাস্থ্য বীমা প্রকল্পটি সূচনা করা হয়। এই প্রকল্পটি প্রবাসী কর্মীদের কথা মাথায় রেখে চালু করা হয়েছিল। কেরালার প্রবাসী কর্মীদের জন্য ১৫ হাজার টাকার স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা হয়। এছাড়া পলিসি ধারকের মৃত্যু হলে দু লক্ষ টাকার প্রদান করা হয়। এই স্বাস্থ্য বীমা প্রকল্পটি গ্রহণ করতে পারবেন ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী প্রবাসী কর্মীরা যারা কেরালা রাজ্যে কাজ করেন।
সরকারি স্বাস্থ্য কর্মসূচি কেন্দ্র :- ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত স্বাস্থ্য বীমা প্রকল্পের মধ্যে এটি অন্যতম। এই শুধুমাত্র পেতে পারেন হিন্দু সরকারের কর্মরত ব্যক্তিরা। এই স্বাস্থ্য বীমাটি কেন্দ্রীয় সরকারের কর্মীদের হাসপাতালের যাবতীয় খরচ বহন করে।
Health Insurance Scheme by Government of India
আয়ুষ্মান ভারত যোজনা :- ভারতের একটি অন্যতম জনপ্রিয় স্বাস্থ্য বীমা কভারেজ হলো এটি। এই স্বাস্থ্য বীমা কভারেজের মাধ্যমে একজন ব্যক্তি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা (Free Treatment on Ayushman Bharat Yojana) খরচ পেতে পারেন। আর আগামী দিনে এই স্কিমের মাধ্যমে আরও কিছু সুবিধা দেওয়া হবে গ্রাহকদের এমনটাই মনে করছেন অনেকেই।
মুখ্যমন্ত্রী ব্যাপক বীমা কর্মসূচি :- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এই কর্মসূচি সূচনা করেছেন। যে সমস্ত ব্যক্তির বার্ষিক আয়কর ৭৫ হাজার টাকার কম সে সমস্ত ব্যক্তিদের জন্য এই স্বাস্থ্য বীমা কভারেজের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যয় করার সুযোগ দেওয়া হয়। এই স্বাস্থ্য বীমা কভারেজের মাধ্যমে সরকারি এবং বেসরকারি উভয়ের জায়গার সুযোগ সুবিধা পাওয়া যায়।
ভামাশাহ স্বাস্থ্য বীমা যোজনা :- রাজস্থান সরকার পরিচালিত এই স্বাস্থ্য বীমা কভারেজ দেওয়া হয়। একজন ব্যক্তি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তির বিল থেকে শুরু করে যাবতীয় খরচ এই স্বাস্থ্য বীমা কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এই স্বাস্থ্য বীমার মধ্যে ইনপেশেন্ট খরচই কভার করা হয় এবং এই কভারেজ সকল বয়সের মানুষের জন্য উপলব্ধ।
কর্মচারীদের রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা :- এই স্বাস্থ্য বীমা কভারের টি দেওয়া হয় কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য। স্বাস্থ্য বীমা কভারেজটি অনেক বছর ধরে চলে আসছে। স্বাধীনতা লাভের পরেই ১৯৫২ সালে কর্মচারী রাষ্ট্র বীমা তৈরি করা হয়েছিল। সেই সময় কারখানার অভ্যন্তরীণ পরিবেশ সুস্বাস্থ্যকর ছিল না বলেই অনেক শ্রমিকের কারখানার মধ্যেই অসুস্থ হয়ে পড়তো এবং দুর্ঘটনা ঘটতো প্রাণহানির মতন ঘটনা ঘটত। সেই সময় থেকে এখনো পর্যন্ত কারখানার কর্মীদের অসুস্থতা অক্ষমতা বা মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষার প্রদান করা হয়।
মুখ্যমন্ত্রী অমৃতম যোজনা :- গুজরাট সরকার ২০১২ সালে এই স্বাস্থ্য বীমা প্রকল্পটি চালু করেন। গুজরাটে দারিদ্র সীমার নিচে বসবাসকারী এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার এই স্বাস্থ্য বীমা কভারেজ মাধ্যমে আর্থিক সুরক্ষা পেয়ে থাকেন। পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জন্য তিন লক্ষ টাকা পর্যন্ত কভারেজ প্রদান করা হয়। এই কভারেজ মাধ্যমে একজন ব্যক্তি সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা পেতে পারেন।
করুণ্য স্বাস্থ্য প্রকল্প :- কেরালা রাজ্যের আরেকটি স্বাস্থ্য বীমা প্রকল্প হলো এটি। ২০১২ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবার গুলোকে, আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের মধ্যে সুবিধা ভোগীরা অস্ত্রপাচার চিকিৎসা এবং হাসপাতালে ভর্তির খরচ থেকে আনুষঙ্গিক খরচের জন্য সহায়তা পান।
তেলেঙ্গানা কর্মচারী ও সাংবাদিক স্বাস্থ্য প্রকল্প :- তেলেঙ্গানা সরকার সেই রাজ্যের কর্মচারী এবং সাংবাদিকদের জন্যই এই প্রকল্পটি চালু করেছেন। এই স্বাস্থ্য বীমা কভারেজ মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন অবসর প্রাপ্ত সরকারি কর্মীরা এবং বর্তমান কর্মচারীরা। এই সকল স্কিম গুলোর মাধ্যমে নাগরিকরা কম প্রিমিয়ামে বেশি কভারেজ বা একেবারে ফ্রিতেই চিকিৎসা করাতে পারবেন।
আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন
আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে