Bangla News Dunia, Pallab : ঠিক যেখানে 2023 বিশ্বকাপ শেষ করেছিলেন, সেখান থেকেই চ্য়াম্পিয়ন্স ট্রফি শুরু করলেন মহম্মদ শামি ৷ মাঝের সময়গুলোতে চোট নামক এক ‘দানবে’র সঙ্গে চলেছে নিরন্তর লড়াই ৷ বাইশ গজে প্রত্য়াবর্তন ধাক্কা খেয়েছে বারেবারে ৷ কিন্তু ‘হাল ছেড়ে দেওয়া’ শব্দটা বোধহয় অভিধানে নেই উত্তরপ্রদেশের ক্রিকেটারের ৷ তিনমাস আগে ঘরোয়া ক্রিকেটের মধ্যে দিয়ে বাইশ গজে ফেরা ৷ পরবর্তীতে ঘরের মাঠে গত ইংল্যান্ড সিরিজে 14 মাস বাদে আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন হয় ভারতীয় স্পিডস্টারের ৷ উইকেট আসলেও চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পেসারকে ৷ কিন্তু বুধবার আইসিসি ইভেন্টে প্রত্য়াবর্তনে ফের আগুন ঠিকরে বেরলো শামির স্পেলে ৷
আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত
2023 বিশ্বকাপ শেষ করেছিলেন সর্বাধিক উইকেটশিকারি হিসেবে ৷ এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচে পাঁচ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারি হওয়ার সম্ভাবনা আবারও উসকে দিলেন শামি ৷ সেইসঙ্গে গড়ে ফেললেন একাধিক রেকর্ড ৷ প্রথম ওভারেই এদিন শূন্য রানে সৌম্য সরকারকে ফেরান ডানহাতি পেসার ৷ এরপর একে একে শামির শিকার হন মেহিদি হাসান মিরাজ, জাকের আলি, তানজিম হাসান এবং তাসকিন আহমেদ ৷ এরমধ্যে ব্যক্তিগত তৃতীয় উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওডিআই ক্রিকেটে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেন শামি ৷ তাও আবার দ্রুততম হিসেবে ৷
আরও পড়ুন : হিন্দুত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
বলের নিরিখে এর আগে দ্রুততম 200 উইকেট নেওয়ার নজির ছিল মিচেল স্টার্কের ঝুলিতে (5240 বল) ৷ এদিন অজি পেসারকে টপকে 5126 ডেলিভারিতে রেকর্ড পূর্ণ করেন শামি ৷ তবে ম্য়াচের নিরিখে দ্রুততম হিসেবে দ্বিতীয় স্থানেই রয়েছেন ভারতীয় পেসার ৷ 104 ম্য়াচে 200 ওডিআই উইকেট পূর্ণ হল এই জোরে বোলারের ৷ শীর্ষে থাকা স্টার্ক 102 ম্য়াচে ছুঁয়েছিলেন দু’শো উইকেটের মাইলস্টোন ৷ এখানেই শেষ নয় ৷ পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে জাহির খানকে টপকে আইসিসি ওডিআই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেন শামি ৷