Bangla News Dunia, দীনেশ :- ভারতে কর্মী নিয়োগ শুরু করল মার্কিন ধনকুবের এলন মাস্কের (Elon Musk) সংস্থা টেসলা (Tesla)। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার ঠিক কিছুদিন পরই ভারতে টেসলার কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি সামনে এসেছে। যা একটি শক্তিশালী ইঙ্গিত যে বৈদ্যুতিক যানবাহন (EV) নির্মাতা সংস্থাটি ভারতীয় বাজারে প্রবেশের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে।
আরো পড়ুন :- রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম
জানা গিয়েছে, সোমবার সকাল থেকে ভারতে ১৩টি পদের জন্য কর্মী নিয়োগ (Job openings) শুরু করেছে টেসলা। লিংকডিনে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপাতত দিল্লি এবং মুম্বইতে কর্মী নেওয়া হচ্ছে। টেকনিশিয়ান, গ্রাহক পরিষেবা ম্যানেজার, ডেলিভারি, স্পেশ্যালিস্ট সহ নানা পদে নিয়োগ শুরু হয়েছে। টেসলা এর আগেও ভারতীয় বাজারে প্রবেশের আগ্রহ দেখিয়েছে। কিন্তু উচ্চ আমদানি শুল্কের কারণে সংস্থাটি শেষ পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার ডলারের বেশি দামের উচ্চমানের গাড়ির উপর শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে। যার ফলে ভারতীয় বাজার বিলাসবহুল ইভি প্রস্তুতকারকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
আরো পড়ুন :- 22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে ? দেখে নিন তালিকা
গত বছর লোকসভা নির্বাচনের আগে টেসলা কর্তা এলন মাস্ক ভারতে আসবেন বলে শোনা গিয়েছিল। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখারও কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত ভারতে আসেননি টেসলা কর্তা। তবে এবার আমেরিকায় মোদি ও এলনের বৈঠকের পরই ভারতে টেসলা জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে ভারতে কবে গাড়ি বিক্রি শুরু করবে টেসলা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। বিশ্লেষকদের মতে, চাহিদা এবং নীতিগত সহায়তার উপর নির্ভর করে ভারতে কারখানা তৈরির আগে প্রাথমিকভাবে গাড়ি আমদানির উপরই মনোযোগ দেবে টেসলা।
আরো পড়ুন :- গুগল অ্যাডসেন্স দিয়ে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে ইনকাম কলরবেন ? দেখে নিন