Bangla News Dunia, সারদা দে :- এই বছরের শেষের দিকেই ভারতে আবার ফিরতে চলেছে জনপ্রিয় গেম পাবজি(PUBG)। খ্যাতনামা টেক নিউস পোর্টাল টেকক্রাঞ্চ(TechCrunch) জানিয়েছে যে দীপাবলির মধ্যে কিংবা তার পরে এই সংক্রান্ত ঘোষণা হতে পারে।
তবে পাবজি সংক্রান্ত যে খবরটি এখন বেশি করে গেম প্রেমীদের মধ্যে শোনা যাচ্ছে সেটি হল যে মাইক্রোসফ্ট কোম্পানির সাথে যুক্ত হতে চলেছে পাবজি(PUBG) । এই সংক্রান্ত সর্বশেষ খবর অনুযায়ী পাবজি কর্পোরেশনের প্রধান সংস্থা ক্রাফটন (Krafton) বিখ্যাত টেক জায়ান্ট মাইক্রোসফ্টের (microsoft)-এর সাথে গাঁটছাড়া বেঁধেছে। এক প্রেস বিবৃতিতে ক্রাফটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই গেম ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার জন্য তারা মাইক্রোসফ্টের আজুরে (Azure) এর ব্যবহার করবে এবং এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত কোন আইন লঙ্ঘিত হবে না। আজুরে (Azure) প্রধানত একটি ক্লাউড(cloud) কম্পিউটিং(computing) পরিষেবা যেখানে ব্যবহারকারীরা তাদের তথ্য ক্লাউডে সংরক্ষিত করতে পারেন। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়।
এছাড়া এক প্রেস বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় গেম সংস্থাটি জানিয়েছে যে বিশ্বব্যাপি তাদের নিজস্ব প্রোডাক্টগুলিকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য এবং পরিচালনার সুবিধার্থে মাইক্রোসফ্টের মতো সংস্থার সাথে তারা হাত মিলিয়েছেন। মাইক্রোসফট এবং পাবজির চুক্তির খবর ছড়িয়ে পরার সাথে সাথেই আর একটি সম্ভবনায় বুক বাঁধছে ভারতের গেমপ্রেমীরা। তাহলে কি ভারতে আবার ফিরতে পারে পাবজি?
ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ অবশ্য এই সম্ভবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না। এমনকি তাদের মতে ভারতের গেম বাজারে নিজেদের জায়গা ফের দখল করতে আসছে পাবাজি মোবাইল। এমন আভাসও নাকি পাওয়া গেছে পাবজি মোবাইলের নির্মান সংস্থার কাছ থেকে। তবে এখনো পাবজি কর্পোরেশনের তরফ থেকে কোনো সরকারি ঘোষণা করা হয়নি।
আরো পড়ুন :- ভারতে পেমেন্ট সার্ভিস চালু করলো WhatsApp ! সহজে করুন লেনদেন
চীনের সঙ্গে সংঘর্ষের কারণে সমস্ত চীনা গেম এবং অযাপ নিষিদ্ধ করে দেয় মোদী সরকার। এর ফলস্বরূপ পাবজি মোবাইল (PUBG Mobile)এবং পাবজি মোবাইল লাইট (PUBG Mobile Lite) ভারতে নিষিদ্ধ হয়ে যায়। অক্টোবরের ৩০ তারিখ নাগাদ সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায় এই গেমটির। এখন দেখার বিষয় এই চুক্তির ফলে ফের ভারতের গেম বাজারে ফিরতে পারে কিনা পাবজি (PUBG)। আশায় বুক বাঁধছে সমস্ত ভারতীয় পাবজিপ্রেমীরা।
Highlights
- মাইক্রোসফ্টের সাথে গাঁটছড়া বাঁধলো পাবজি সংস্থা
2. ভারতে আবার আসার সম্ভনা রয়েছে জনপ্রিয় এই গেমটির।
#PUBG | #Microsoft | #Azure | #Game