ভারতে জলের দরে ইন্টারনেট পরিষেবা দেবে ইলন মাস্কের স্টারলিঙ্ক, কবে থেকে চালু হবে ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আইনি জটিলতা কেটেছে আগেই। ভারতে ব্যবসা করার অনুমতি পেয়েছে ইলন মাস্কের স্টারলিঙ্ক। সূত্রের খবর, শীঘ্রই ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে এই সংস্থা। শুধু তাই নয়, প্রতিযোগীদের থেকে অপেক্ষাকৃত কম দামে আনলিমিটেড ডেটা প্ল্যান গ্রাহকদের উপহার দিতে পারেন মাস্কের সংস্থা, সূত্রের খবর এমনটাই।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গিয়েছে, টাকার অঙ্কটা হতে পারে মাসে ৮৫০ টাকা। সূত্রের খবর, শুধু দাম কম নয়, প্রথম দিকে গ্রাহক টানতে আনলিমিটেড ডেটা প্ল্যান দেওয়ার কথাও ভাবছে এই সংস্থা। সেক্ষেত্রে ভারতের ইন্টারনেট পরিষেবার হালহকিকত বদলে দিতে পারেন মাস্ক, মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও স্টারলিঙ্ক-এর তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

জলের দরে ইন্টারনেট? ভারতে স্টারলিঙ্কের প্ল্যান কী?

এই মাসেই স্টারলিঙ্ককে ভারতে স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস চালু করার জন্য অনুমতি দিয়েছিল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। সূত্রের খবর, প্রথমে ১০ মিলিয়ন এবং পরে ১ কোটি গ্রাহক অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই সংস্থা। আর তা যাতে ভারতীয় গ্রাহকদের কাছে সহজলভ্য হয় সে কারণে প্রথম দিকে রাউটার থেকে শুরু করে প্ল্যানগুলির দাম কিছুটা কম রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা। ভারতের জন্য মাস্কের সংস্থার ঝুলিতে কী কী উপহার রয়েছে, এখন সব নজর সেই দিকেই।

আরও পড়ুন:- AC চালানোর ৫ ভুলেই বাড়ে বিদ্যুৎ বিল, টাকা বাঁচাতে এই কাজ করুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন