Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতে পেমেন্ট সার্ভিস চালু করলো WhatsApp ! অবশেষে ভারতে নিজেদের পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল মার্ক জুকারবার্গের সংস্থা ৷ নতুন মাধ্যম WhatsApp Pay-র মাধ্যমে সহজেই টাকার লেনদেন করা এবার সহজে সম্ভব হবে ৷ অ্যান্ড্রয়েড এবং আইওএস সব প্ল্যাটফর্মেই থাকছে এই বিশেষ অ্যাপ ৷ উলেখ্য সব জায়গায় ইউপিআই-এর মাধ্যমে টাকার লেনদেনের এখন চাহিদা অনেক বেশি।
প্রসঙ্গত গুগল পে, ফোন পে, মোবিকুইক, অ্যামাজন পে-র মতো আরও একাধিক এই ধরণের টাকা লেনদেনের অ্যাপ রয়েছে ৷ কিন্তু এর আগে বিটা ভার্সন হিসেবে হোয়াটসঅ্যাপ পে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল কিন্তু এবার এই অ্যাপকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল National Payments Corporation of India ৷ কিন্তু প্রাথমিক ভাবে ভারতের দু’কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ পে-র ব্যবহার করতে পারবেন। এবার থেকে বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজনের সঙ্গে টাকার লেনদেন সহজেই করতে পারবেন ৷ আরো সহজ হবে সম্পর্ক।
আরো পড়ুন :- প্লে-স্টোর থেকে ৩৬টি অ্যাপ সরাল গুগল ! দেখুন একনজরে
এক্ষেত্রে ফি বাবদ কোনও টাকা দিতে হবে না ৷ জানেন কি ১৪০-রও বেশি ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপ পে যুক্ত ৷ আর যেহেতু এটি হোয়াটসঅ্যাপ তাই পেমেন্টের মাধ্যম সুরক্ষিত এবং এটি গোপনীয়তাও বজায় রাখবে ৷ ইউপিআইয়ের প্রশংসা করে জুকারবার্গ বলেন সত্যিই খুব ভাল এবং এতে ছোটো ব্যবসায়ীদের অনেক সুযোগ বৃদ্ধি পাবে। ভারত প্রথম দেশ যারা এরকম ব্যবস্থা করেছে । তিনি জানান একযোগে কাজ করে ডিজিটাল ইন্ডিয়া তৈরির কাজে তারা যুক্ত থাকতে চান বলে জানান মার্ক জুকারবার্গ।
Highlights
1. ভারতে পেমেন্ট সার্ভিস চালু করলো WhatsApp !
2. ফি বাবদ কোনও টাকা দিতে হবে না
#WhatsApp #PAY