Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতে বিনামূল্যে করোনা ভ্যাকসিন। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যখন তটস্থ অবস্থা ,তখন সামাণ্য হলেও আশার আলো সঞ্চার করেছে অক্সফোর্ডের ভ্যাকসিন ৷ তাদের প্রাথমিক ট্রায়ালের সাফল্যের পর ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন তৈরির বরাত পেয়েছে সেরাম ইন্সটিটিউট ৷ তারাই এবার দ্বিতীয় সুখবর দিল। অক্সফোর্ডের ভ্যাকসিন রয়েছে চূড়ান্ত ধাপে তবে তা বাজারে আস্তে একটু সময় লাগবে।
প্রসঙ্গত সরকারের জাতীয় টিকাকরণ প্রকল্পে অংশ করা হবে এই ভ্যাকসিনকে ৷ আর যার সূত্র ধরে ভারতীয়রা বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন ৷ সরকারি টিকাকরণ প্রকল্পে সেরামের তৈরি হওয়া ভ্যাকসিন কিনে নেবে কেন্দ্র সরকার ৷ আর সেখান থেকেই সাধারণ মানুষ বিনামূল্যে মারণ এই রোগের ভ্যাকসিন পেয়ে যাবেন ৷ তাতে করোনা নির্মূল দেশ থেকে।
প্রাথমিকভাবে এই ভ্যাকসিনের দাম হবে ১০০০ টাকার মধ্যে এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ আসলে অক্সফোর্ডের এই ভ্যাকসিনের স্টেজ থ্রি পরীক্ষা হবে ভারতে ৷ প্রায় ৪০০০ মানুষের ওপর ট্রায়াল হবে ৷ তাই এথিক্যাল একটা দাবি থাকবে এই ভ্যাকসিনের ওপর। ফেজ টু ট্রায়ালে দেখা হয়েছে এই ভ্যাকসিন কীভাবে কাজ করছে মানব দেহে , পাশাপাশি মানব দেহে এর কোনও খারাপ প্রভাব আছে কিনা সেটাও দেখা হয়েছে ৷ তবে ফেজ থ্রি ট্রায়াল আরও গুরুত্বপূ্র্ণ ৷ এই পর্বের নাম এফেকটিভিটি ট্রায়াল ৷ এখানে দেখা হবে করোনার বিরুদ্ধে এই ভ্যাকসিন কতটা জোরালো কার্যকরী আর কত সময়ের জন্য কার্যকরী ৷
৫০ কোটি ভ্যাকসিন ফ্রিতে পাবেন ভারতীয়রা এমনটাই জানিয়েছে সেরাম ৷ তবে এই ভ্যাকসিন কার্যকরী হওয়ার পর বাজারে আসতে আরও কিছুটা সময় নেবে ,ফলে আশার আলো থাকলেও আরও কিছুদিন করোনার বিরুদ্ধে সচেতন ভাবে লড়াই জারি রাখতে হবে সাধারণ মানুষকে ৷
Highlights
1. ভারতে বিনামূল্যে করোনা ভ্যাকসিন
2. বাজারে আসতে আরও কিছুটা সময় নেবে
#Vaccine #Oxford